AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bizare challenge: বন্ধুর সঙ্গে অদ্ভুত চ্যালেঞ্জ, ট্রেনে কাটা পড়ল যুবকের হাতের কব্জি

Rajasthan: চ্যালেঞ্জের বশে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যুবকের ট্রেন থামানোর চেষ্টার খবরটি চাপা থাকেনি। খবর পেয়েই স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং রক্তাক্ত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Bizare challenge: বন্ধুর সঙ্গে অদ্ভুত চ্যালেঞ্জ, ট্রেনে কাটা পড়ল যুবকের হাতের কব্জি
বন্ধুর সঙ্গে চ্যালেঞ্জ করে ট্রেনে কাটা পড়ল হাতের কব্জি।Image Credit: টিভি৯ বাংলা
| Edited By: | Updated on: Sep 11, 2023 | 5:07 PM
Share

আজমের: বন্ধুর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন। আর সেই চ্যালেঞ্জে জিততে গিয়ে নিজের প্রাণের বাজি নিতেও পিছুপা হননি অসমের যুবক। হাত দিয়ে ট্রেন থামাতে গিয়ে কব্জি খোয়ালেন যুবক। এখন প্রাণে বাঁচাও সংশয় হয়ে দাঁড়িয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) আজমেরে। বর্তমানে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় রাজস্থানের এক হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত ওই যুবকের নাম বালি। অসমের নওগাঁওয়ের ২২ বছরের যুবক বালি বন্ধুর সঙ্গে মজা করতে গিয়ে নিজের কব্জি খুইয়েছেন। ট্রেনের চাকায় তাঁর কব্জি কাটা পড়েছে। অনেক রক্তপাত হয়েছে। ফলে তাঁর জীবনও এখনও সংশয়ে। গুরুতর আহত অবস্থায় তিনি রাজস্থানেরই এক হাসপাতালে ভর্তি।

ঠিক কী ঘটেছিল?

হাসপাতালের বেডে শুয়ে বালি জানান, ট্রেন থামানো নিয়ে বন্ধুর সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি হাত দিয়ে ট্রেন থামাতে সমর্থ হবেন বলে চ্যালেঞ্জ করেছিলেন। তারপর আগু-পিছু না ভেবেই চলন্ত ট্রেনের সামনে হাত রাখেন বালি। তারপর যখন দ্রুত গতির ট্রেনটি ছুটে আসে এবং তাঁর চুলের কিছুটা অংশ কেটে যায়, তখন তাঁর সম্বিত ফেরে। কিন্তু, ততক্ষণে ট্রেনের চাকায় তাঁর হাতের কব্জি কেটে চলে গিয়েছে।

চ্যালেঞ্জের বশে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে যুবকের ট্রেন থামানোর চেষ্টার খবরটি চাপা থাকেনি। খবর পেয়েই স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং রক্তাক্ত যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। ওই যুবক ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে আজমের পুলিশ জানিয়েছে।