Speaker Election In Maharashtra : প্রথম বড় পরীক্ষার আগেই ক্লাস টেস্টে শিন্ডে-বিজেপি জোট, রবিবাসরীয় মুম্বই দেখবে বিধানসভার অধ্যক্ষের নির্বাচন

Speaker Election In Maharashtra : আগামীকালই মহারাষ্ট্রের বিধানসভায় অধ্যক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকালই মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি বিধায়ক রাহুল নারভেকার।

Speaker Election In Maharashtra : প্রথম বড় পরীক্ষার আগেই ক্লাস টেস্টে শিন্ডে-বিজেপি জোট, রবিবাসরীয় মুম্বই দেখবে বিধানসভার অধ্যক্ষের নির্বাচন
ছবি সৌজন্যে : PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2022 | 1:40 PM

মুম্বই : মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। এবার বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার নির্বাচনের পালা। রবিবারই জানা যাবে মহারাষ্ট্রের বিধানসভার অধ্যক্ষ পদে বসছেন কে। প্রথমে ২ জুলাই এই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেনা বিধায়করা এখনও পর্যন্ত মারাঠাভূমে পা না রাখায় আগামীকালই বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে।

আগামীকাল মহারাষ্ট্র বিধানসভায় অধ্যক্ষ নির্বাচিত হবে। রাজ্য বিধানসভার সচিবালয়ের এক আধিকারিক জানিয়েছেন, ‘বিধানসভার অধ্যক্ষ নির্বাচন ৩ জুলাই অনুষ্ঠিত হবে। অধ্যক্ষ পদে মনোনয়ন ২ জুলাই দুপুর ১২ টা নেওয়া হবে। আস্থা ভোট অনুষ্ঠিত হবে ৪ জুলাই।’ বিধানসভার অধ্যক্ষের জন্য প্রার্থী হিসেবে বিজেপির তরফে কোলাবার বিধায়ক রাহুল নারভেকারের নাম প্রস্তাব করা হয়েছে। সূত্রের খবর, গতকাল অধ্যক্ষের পদের জন্য ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন নারভেকার। রাহুল নারেকার পেশায় একজন রাজনীতিক। অতীতে শিবসেনা এবং এনসিপির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। পদ্ম শিবির তাঁকে দক্ষিণ মুম্বইয়ের কোলাবা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড় করিয়েছিল এবং তিনি জয়ী হন। বর্তমানে মহারাষ্ট্র বিজেপির মিডিয়া ইন-চার্জের দায়িত্বেও রয়েছেন তিনি।

এদিকে শিবসেনা বিধায়করা এখনও পর্যন্ত মুম্বইতে পা রাখতে পারেননি। তাই বিধানসভার অধিবেশনের দিন বদলে আগামীকাল করা হয়েছে। ইতিমধ্যেই শিবসেনা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গোয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবারই তিনি বাকি ‘বিদ্রোহী’ বিধায়কদের নিয়ে মহারাষ্ট্রে ফিরতে পারেন বলে জানা গিয়েছে। আর আজই শিবসেনার তরফে অধ্যক্ষের পদপ্রার্থীর মনোনয়ন দাখিল করা হতে পারে। এদিকে আস্থা ভোটের আগেই শিবসেনা বিধায়ক সুনীল প্রভু বিদ্রোহী বিধায়কদের বরখাস্ত করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর আবেদন, যেসব বিদ্রোহী বিধায়কদের নোটিস পাঠানো হয়েছে তাঁদের বিধানসভার কোনও প্রক্রিয়ায় যাতে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। তবে এই আবেদনের ভিত্তিতে শুনানি হবে ১১ জুলাই। তার আগেই আস্থা ভোটের মুখোমুখি হতে হবে সরকারকে। এদিকে বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি। এক বর্ষীয়ান বিজেপি নেতা বলেছেন, ‘অধ্যক্ষ নির্বাচন ও আস্থা ভোটের জয়ের বিষয়ে আমরা নিশ্চিত।’