Garba Dance: নাচতে নাচতেই শেষ! কেন গরবা ডেকে আনছে মৃত্যু?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 25, 2023 | 7:30 AM

Gujarat: প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নবরাত্রির প্রথম ছয় দিনের মধ্যেই ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স সার্ভিস ১০৮-এ হাজার হাজার ফোন আসে। ৫২১টি ফোন আসে হৃৎযন্ত্র বা হার্ট সংক্রান্ত সমস্যা নিয়ে। ৬০৯টি ফোন আসে শ্বাসকষ্টের সমস্যার জন্য।

Garba Dance: নাচতে নাচতেই শেষ! কেন গরবা ডেকে আনছে মৃত্যু?
আহমেদাবাদে গরবা নৃত্যে মাতেয়ারা সকলে।
Image Credit source: PTI

Follow Us

আহমেদাবাদ: দুর্গা পুজোর পাশাপাশি নবরাত্রির আনন্দেও মেতে উঠেছে গোটা দেশ। কিন্তু উৎসবের আনন্দের মাঝেও নেমেছে বিষাদের ছায়া। নবরাত্রি উপলক্ষে গরবা করতে গিয়ে মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই একের পর এক মৃত্যুর খবর এসেছে। মৃতদের মধ্যে অধিকাংশই যুবক-যুবতী বা মধ্যবয়স্ক। সবথেকে কমবয়সী হল ১৩ বছরের এক কিশোর, যে গরবা করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সমগ্র গুজরাট জুড়েই পালিত হয় নবরাত্রি। খেলা হয় ডান্ডিয়া, গরবা নৃত্যও পরিবেশন করা হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নবরাত্রির প্রথম ছয় দিনের মধ্যেই ইমার্জেন্সি অ্যাম্বুল্যান্স সার্ভিস ১০৮-এ হাজার হাজার ফোন আসে। ৫২১টি ফোন আসে হৃৎযন্ত্র বা হার্ট সংক্রান্ত সমস্যা নিয়ে। ৬০৯টি ফোন আসে শ্বাসকষ্টের সমস্যার জন্য। কিন্তু গরবা করতে গিয়ে কেন এভাবে অসুস্থ হয়ে পড়ছেন সকলে? বহু দশক ধরেই নবরাত্রিতে গরবা নৃত্যে সামিল হন বাচ্চা থেকে বয়স্ক সকলে, তাহলে হঠাৎ কী কারণে অল্পবয়সীরাও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন গরবা করতে গিয়ে?

চিকিৎসকরা জানিয়েছেন, নানা কারণে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন অল্পবয়সীরা। জেনেটিক কারণ থেকে শুরু করে অতিরিক্ত পরিশ্রম বা ক্লান্তিভাবের কারণেও হৃদরোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। গরবা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণগুলি হল-

অতিরিক্ত পরিশ্রম– গরবা নৃত্য খুব একটা সহজ নয়। এর জন্য প্রয়োজন যথেষ্ট শক্তির। লাফ-ঝাঁপ থেকে গোল গোল পাক খাওয়া-যথেষ্ট কষ্টসাধ্য গরবা নৃত্য। এরফলে স্বাভাবিকভাবেই হার্ট রেট বেড়ে যায়, শরীরে বেড়ে যায় অক্সিজেনের চাহিদা। ফলে যারা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নন, তাদের অতিরিক্ত ক্লান্তির ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

ডিহাইড্রেশন- নাচ করতে করতে ঘামের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে যায়। এরফলে ডিহাইড্রেশন হয়ে যায়। অতিরিক্ত ডিহাইড্রেশনের ফলেও হার্ট অ্যাটাক হতে পারে।

হৃৎযন্ত্র সংক্রান্ত সমস্যা- যদি কারোর আগে থেকেই হার্টের কোনও সমস্যা থাকে, যেমন আরিথ্রিমাইয়াস বা হাইপারটেনশন থাকে, তবে হৃৎরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের ব্যক্তিরা যদি গরবা করেন, তবে অতিরিক্ত পরিশ্রম বা ক্লান্তির কারণে হৃৎরোগে আক্রান্ত হতে পারেন।

Next Article