গঞ্জাম: মধ্য রাতে অন্ধকার ভেদ করে ছুটছিল বাস। হঠাতই ভয়ঙ্কর দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হল দুটি বাসের। ধাক্কা লাগতেই ছিটকে যান যাত্রীরা, দুমড়ে-মুচড়ে যায় দুটি বাসই। দুর্ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও বহু যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহতদের উদ্ধার করে এমকেসিজি মেডিক্যাল কলেজ ও বেহরামপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
জানা গিয়েছে, রবিবার মধ্য রাতে দুর্ঘটনাটি ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় ওড়িশা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের সঙ্গে একটি বেসরকারি বাসের। রাত একটা নাগাদ আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয় বাসদুটির। সরকারি বাসের যাত্রীরা সামান্য আঘাত পেলেও, বেশি ক্ষতি হয় বেসরকারি বাসটির। ওই বাসের কমপক্ষে ১০ থেকে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। তাঁকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
Odisha | 10 people died and 8 injured in a bus accident in Ganjam district, last night. Injured admitted in MKCG Medical College, Berhampur: Special Relief Commissioner, Odisha
— ANI (@ANI) June 26, 2023
? Tragic incident in Odisha’s Ganjam district: A devastating bus accident claimed the lives of 10 individuals, leaving several others injured. The driver of one of the buses involved is currently undergoing treatment, while authorities are actively searching for the driver of… pic.twitter.com/Ysxfr6AeB8
— DR PRIYABRATA MAJHI (@priyabratamajhi) June 26, 2023
বেরহামপুরের পুলিশ সুপার সর্বনা বিবেক বলেন, ওড়িশা স্টেট রোড ট্রান্সপোর্টের বাসটি রায়গড় থেকে ভুবনেশ্বরে আসছিল। অন্য়দিকে বেসরকারি বাসটি খানদাদেউলি গ্রামের বিয়ের অনুষ্ঠান থেকে বেরহামপুরে ফিরছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে বাসদুটির। তবে কীভাবে মুখোমুখি চলে এল বাসদুটি, তা এখনও জানা যায়নি।
প্রশাসনের তরফে বাস দুর্ঘটনায় আহতদের ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।