ভরতপুর: মাঝ রাস্তায় হঠাৎ বিকল বাস। দাঁড়িয়ে থেকে সেই বাস ঠিক করার চেষ্টা করছিলেন চালক ও সহকারী। হঠাতই পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারল ট্রাক (Bus-Truck Accident)। নিমেষে তুবড়ে গেল বাসের পিছনের অংশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেক বাসযাত্রী। বুধবার ভোরে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে জয়পুর-আগ্রা জাতীয় সড়কের (Jaipur-Agra National Highway) উপরে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি গুজরাট থেকে মথুরা যাচ্ছিল। জয়পুর-আগ্রা জাতীয় সড়কের উপরে ভরতপুরের হান্তরা সেতুর কাছে হঠাৎ বিকল হয়ে যায় বাসটি। চাকায় কোনও সমস্য়া দেখা দিয়েছিল বলে জানা যায়। বাসের চালক রাস্তার পাশে বাসটি দাঁড়় করিয়ে সারাই করার চেষ্টা করছিলেন। এমন সময় পিছন থেকে দ্রুতগতিতে এসে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় বাসটির পিছনের অংশ। ঘাতক ট্রাকের সামনের অংশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
Rajasthan | SP Bharatpur, Mridul Kachawa says, “11 killed, 12 injured in a road accident on Jaipur-Agra Highway near Hantra in Bharatpur District. The bodies have been taken to hospital.”
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) September 13, 2023
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত আরও ১২জন। মৃত ১১ জনের সকলেই গুজরাটের ভাবনগরের বাসিন্দা।
#WATCH | Rajasthan | 11 people killed and 12 injured when a trailer vehicle rammed into a bus on Jaipur-Agra Highway near Hantra in Bharatpur District, confirms SP Bharatpur, Mridul Kachawa. The passengers on the bus were going from Bhavnagar in Gujarat to Mathura in Uttar… pic.twitter.com/1nYUkj3J9z
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) September 13, 2023
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় লখনপুর, নাদবাই, হালাইনা, ভাইর থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে আশেপাশের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে।