নাসিক: মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রের নাসিকে। ট্রাকের সঙ্গে ধাক্কা লাগল একটি স্লিপার কোচ বাসের। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাসটিতে। বাসের ভিতরেই আগু্নে পুড়ে মৃত্যু হল কমপক্ষে ১১ জন যাত্রীর। অগ্নিদ্বগ্ধ হয়েছেন আরও ৩৮ জন যাত্রী। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে মহারাষ্ট্রের নাসিকে বাস দুর্ঘটনাটি ঘটে। নাসিকের ঔরঙ্গাবাদ রোড দিয়ে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ রাস্তার মোড় ঘুরতে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে স্লিপার কোচ বাসটির। সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়। যাত্রীরা বাস থেকে নামার চেষ্টা করলেও, বাসের সামনের অংশেই আগুন ধরে যাওয়ায় তারা বের হতে পারেননি। নিমেষের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় আস্ত বাসটি।
স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়েই ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জানলা ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের।
At least 12 people died & several injured after a pvt bus caught fire in Nashik early morning today. The bus belonged to Chintamani Travels & was traveling from Yavatmal to Mumbai. Cause of fire is not known yet. Passengers were deep in their sleep when the incident occurred pic.twitter.com/a7o5eKmrG6
— Rakesh Trivedi (@RakeshKTrivedi) October 8, 2022
নাসিকের ডেপুটি পুলিশ কমিশনার অমোল তাম্বে জানান, বাসের অধিকাংশ যাত্রীই পুড়ে মারা গিয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশে মামলা দায়ের করা হয়েছে। কীভাবে বাসে আগুন লেগেছে, তাও জানার চেষ্টা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। রাজ্য মন্ত্রী দাদা ভুসেও জানিয়েছেন, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার।