Death in Remal: রেমাল-এর জেরে ভয়াবহ ঘটনা, পাথর চাপা পড়ে মৃত্যু ১৬ জনের

May 28, 2024 | 1:50 PM

Remal Effect: মিজোরাম সরকার মৃতদের ৪ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়া ধসে যে বিপুল ক্ষতি হয়েছে, তার জন্য ১৫ কোটি টাকা খরচ করার কথা বলেছে মিজোরাম সরকার। রাজ্যের সব স্কুল, অফিস, ব্যাঙ্ক বন্ধ রাখা হচ্ছে।

Death in Remal: রেমাল-এর জেরে ভয়াবহ ঘটনা, পাথর চাপা পড়ে মৃত্যু ১৬ জনের
Image Credit source: PTI

Follow Us

আইজল: বাংলার উপকূলে দাপট দেখানোর পর উত্তরের দিকে সরে যায় সাইক্লোন রেমাল। ঘূর্ণিঝড় সরে গেলেও, তার জেরে সোমবার দিনভর বৃষ্টি হয় কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় বিভিন্ন জায়গায়। ল্যান্ডফলের পর দু দিন কেটে গেলেও দাপট থামেনি। সেই রেমাল-এর জেরেই প্রবল ধস নামল মিজোরামে। অন্তত ১৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। একাধিক জায়গায় নেমেছে ধস। অসমে আরও একজনের মৃত্যু হয়েছে।

ইতিমধ্যেই শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সাইক্লোন রেমাল। তবে উত্তর পূর্বের একাধিক রাজ্যে ধস নামতে শুরু করেছে মঙ্গলবার সকাল থেকে। মণিপুর, মিজোরাম, অসম, মেঘালয় সর্বত্র একই ছবি। তবে সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে মিজোরামে।

জানা যাচ্ছে, মিজোরামের তিন জায়গায় ধস নামার ঘটনায় মৃত্যু হয়েছে। আইজলের একটি জায়গায় ধস নেমে ১১ জনের মৃত্যু হয়েছে। অন্য একটি জায়গা থেকে ২টি দেহ ও অপর এক জায়গা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে।

মিজোরাম সরকার মৃতদের ৪ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়া ধসে যে বিপুল ক্ষতি হয়েছে, তার জন্য ১৫ কোটি টাকা খরচ করার কথা বলেছে মিজোরাম সরকার। রাজ্যের সব স্কুল, অফিস, ব্যাঙ্ক বন্ধ রাখা হচ্ছে।

মণিপুরের কাংপোকপি জেলা থেকে একটি ভিডিয়ো এসেছে, যেখানে দেখা যাচ্ছে একটি আস্ত লরি গড়িয়ে পড়ে যাচ্ছে খাদে। তবে মণিপুরে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

অসমে প্রবল বৃষ্টিতে ১৭ বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে। একটি গাছ পড়ে গিয়ে আহত হয়েছে অন্তত ১২ শিশু। এখনও এই পরিস্থিতি থেকে রেহাই মিলবে না বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ধরে চলবে প্রবল বৃষ্টি।

Next Article