রাস্তার দু ধারে শুধুই লাশ, চেনা দায় মুখ, মিল্ক কন্টেনারে বাস ধাক্কা মারতেই তছনছ সব! মৃত ১৮

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 10, 2024 | 9:07 AM

Bus Accident: প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল বাসটি। চালকের তন্দ্রা কাটতেই দেখেন, সামনে কন্টেনার ট্রাক। ব্রেক কষারও সুযোগ পাননি তিনি।

রাস্তার দু ধারে শুধুই লাশ, চেনা দায় মুখ, মিল্ক কন্টেনারে বাস ধাক্কা মারতেই তছনছ সব! মৃত ১৮
দুর্ঘটনাগ্রস্ত বাসটি।
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: রাস্তায় ছড়িয়ে ভাঙা সিট, ব্যাগপত্র আর মৃতদেহ। চারিদিকে ছড়াছড়ি মৃতদেহের। সেই দেহ টপকেই চলছে প্রাণের খোঁজ। সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। মিল্ক কন্টেনারে ধাক্কা ডবল ডেকার বাসের। মৃত্যু কমপক্ষে ১৮ যাত্রীর। গুরুতর জখম হয়েছেন আরও ১৯ জন যাত্রী। এ দিন সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে।

জানা গিয়েছে, বিহারের সীতামাড়ি থেকে দিল্লি আসছিল ডবল ডেকার বাসটি। উত্তর প্রদেশের উন্নাও পার করতেই  লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের উপরে দুর্ঘটনা ঘটে। বাসটি পিছন থেকে ধাক্কা দেয় মিল্ক কন্টেনারে।

সংঘর্ষের জেরে ভেঙে দুমরে-মুচড়ে যায় বাসের সামনের অংশটি।  সামনের দিকে বসা যাত্রীদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এখনও দেহ উদ্ধার চলছে। গুরুতর জখম হয়েছেন আরও ১৯ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল বাসটি। চালকের তন্দ্রা কাটতেই দেখেন, সামনে কন্টেনার ট্রাক। ব্রেক কষারও সুযোগ পাননি তিনি। সজোরে ওই ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি। মাঝে আরেকটি ছোট গাড়িও ঢুকে পড়েছিল। সংঘর্ষে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।

স্থানীয় বাসিন্দারাই দুর্ঘটনাস্থলে প্রথমে ছুটে আসেন। তারাই উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ-প্রশাসন আসে। যাত্রীদের উদ্ধার করতে বাসের সামনের অংশটি কাটা হয়।

Next Article