Chennai Air Show Tragedy: দুর্গাপুজোর ভিড়কেও হার মানাল বায়ুসেনার শোয়ের ভিড়! ১৬ লাখের জমায়েতে দমবন্ধ হয়ে মৃত্যু ৩ জনের, অসুস্থ ২৩০

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 07, 2024 | 6:43 AM

Chennai Air Show Tragedy: পুলিশের তরফে জানানো হয়েছে, প্রায় ১৬ লাখ মানুষের জমায়েত হয়েছিল বায়ুসেনার এই অনুষ্ঠান দেখতে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠান চলে। তবে সাধারণ মানুষ সকাল ৭টা-৮টা থেকেই হাজির হয়েছিলেন ভাল বসার জায়গা পাওয়ার আশায়।

Chennai Air Show Tragedy: দুর্গাপুজোর ভিড়কেও হার মানাল বায়ুসেনার শোয়ের ভিড়! ১৬ লাখের জমায়েতে দমবন্ধ হয়ে মৃত্যু ৩ জনের, অসুস্থ ২৩০
চেন্নাইয়ে এয়ার শো দেখতে ভিড়।
Image Credit source: X

Follow Us

চেন্নাই: আকাশে বায়ুসেনার যুদ্ধবিমানের মহড়া দেখতে গিয়ে মৃত ৩। অসুস্থ কমপক্ষে ২৩০ জন। ভারতীয় বায়ুসেনার ৯২ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল গ্রান্ড এয়া শো-র। সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন লক্ষাধিক মানুষ, কিন্তু আনন্দের জায়গায় তাতে বিষাদের সুর ছড়াল। অতিরিক্ত গরম, ভিড়ের চাপেই অসুস্থ হয়ে মৃত্যু হল তিননের।

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রায় ১৬ লাখ মানুষের জমায়েত হয়েছিল বায়ুসেনার এই অনুষ্ঠান দেখতে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠান চলে। তবে সাধারণ মানুষ সকাল ৭টা-৮টা থেকেই হাজির হয়েছিলেন ভাল বসার জায়গা পাওয়ার আশায়।

একে ভিড়, তার মধ্যে দীর্ঘক্ষণ চড়া রোদে থাকায় ডিহাইড্রেশন হয়েই অসুস্থ হয়ে পড়েন শতাধিক মানুষ। মৃত্যু হয় তিনজনের। মৃতদের নাম শ্রীনিবাসন (৪৮), কার্তিকেয় (৩৪) ও জন (৫৬)।  সকলেই তামিলনাড়ুর বাসিন্দা। দূর-দূরান্ত থেকে বায়ুসেনার বিমানের মহড়া দেখতে চেন্নাই এসেছিলেন। গরম ও ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন আরও কমপক্ষে ২৩০ জন।

শুধু মূল অনুষ্ঠানস্থলই নয়, মেরিনা বিচ সহ শহরের একাধিক জায়গাতেই দর্শকদের উপচে পড়া ভিড় জমেছিল। এরফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভিড় সামাল দিতে হিমশিম খায় মেট্রো কর্তৃপক্ষ। এদিকে, অনুষ্ঠানে যারা যোগ দিতে এসেছিলেন, তাদের অভিযোগ, রাস্তার ধারের সমস্ত দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে কেউ অসুস্থবোধ করলেও, সামান্য জলটুকুও পাননি। অনেকে অনুষ্ঠান শুরুর আগেই জ্ঞান হারান। ব্যাপক যানজটের ফলে হাসপাতালে পৌঁছতেও দেরি হয়। শেষে সাহায্যের হাত বাড়ান মেরিনা বিচ এলাকার বাসিন্দারা। বাড়ি থেকে জল এনে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান-উতরও শুরু হয়েছে।

Next Article