রাঁচি: খাবারের খোঁজে ইতিউতি ঘোরাফেরা করছিল ষাঁড় (Bull)। হঠাৎই পড়ে যায় নীচু একটি কুয়োর ভিতরে। ষাঁড়ের আর্তচিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। ষাঁড়টিকে কুয়ো থেকে তুলতে গিয়েই ঘটল বিপত্তি। কুয়োর পাঁচিল ভেঙে পড়ে গেলেন জনা আটেক গ্রামবাসী। মৃত্যু হল পাঁচজনের। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচিতে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে রাঁচি থেকে ৭০ কিলোমিটার দূরে পিসকা গ্রামে একটি কুয়োর মধ্যে পড়ে যায় একটি ষাঁড়। গ্রামবাসীরা ষাঁড়ের চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন। ৮-১০ জন মিলে কুয়োর মধ্যে দড়ি নামিয়ে ষাঁড়টিকে বেঁধে তোলার চেষ্টা করেন। এমন সময়ই হঠাৎ দুর্ঘটনা ঘটে। ষাঁড়টিকে যখন তোলা হচ্ছিল, তখন কুয়োর একদিকের পাঁচিল ভেঙে পড়ে। যারা দড়ি ধরে ছিলেন, তাঁরা হুড়মুড়িয়ে কুয়োর মধ্য়ে পড়ে যান।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ-প্রশাসনে। এনডিআরএফ বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করে। রাঁচির পুলিশ সুপারিন্টেন্ডেন্ট জানিয়েছেন, ষাঁড়টিকে উদ্ধার করতে কুয়োর ভিতরে নামেন নয়জন। সেই সময়ই কুয়োর একটা অংশ ভেঙে পড়ে। প্রশাসনের তরফে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে, আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুইজনকে। তবে এনডিআরএফের তরফে এখনও মৃতের সংখ্য়া জানানো হয়নি। উদ্ধারকাজ শেষ হওয়ার পরই মৃতের সংখ্যা বলা হবে, এমনটাই জানিয়েছেন এনডিআরএফের আধিকারিক।
দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি টুইট করে লেখেন, “পিসকা গ্রামে পাঁচজনের মৃত্য়ুর খবরে আমি অত্যন্ত ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।”