Watch Video: ‘রং রুটে’ স্কুলবাস, সজোরে ধাক্কা মারল SUV গাড়িতে, মৃত কমপক্ষে ৬

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 11, 2023 | 11:33 AM

Ghaziabad Accident: মঙ্গলবার ভোরে দিল্লি-মিরট এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল স্কুল বাসটি। রাহুল বিহারের কাছে হঠাৎই ডানদিক থেকে দ্রুতগতিতে একটি এসইউভি গাড়ি এসে ধাক্কা মারে স্কুলবাসে।

Watch Video: রং রুটে স্কুলবাস, সজোরে ধাক্কা মারল SUV গাড়িতে, মৃত কমপক্ষে ৬
দুমড়ে গিয়েছে গাড়িটি।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: স্কুলবাসের সঙ্গে ধাক্কা এসইউভি গাড়ির।  সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ছয়জনের। ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে। মঙ্গলবার সকালে দিল্লি-মিরট এক্সপ্রেসওয়ের উপরে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে এসে গাড়িটিকে  ধাক্কা মারে স্কুলবাস। বাসটির খুব বেশি ক্ষতি না হলেও, গাড়িটির সামনের অংশটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে গাড়ির যাত্রীরাই মারা যান। আহত হয়েছে স্কুলবাসে থাকা পড়ুয়াদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে দিল্লি-মিরট এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল স্কুল বাসটি। তবে ভুল লেন দিয়ে বাস চালাচ্ছিলেন বাস চালক। রাহুল বিহারের কাছে হঠাৎই উল্টোদ্ক থেকে দ্রুতগতিতে একটি এসইউভি গাড়িকে ধাক্কা মারে স্কুলবাসটি। মুখোমুখি সংঘর্ষের পর গাড়িটি পাক খেয়ে ঘুরে যায়। বাসটিও কিছুটা গড়িয়ে এগিয়ে যায়। সংঘর্ষের জেরে গাড়ির সামনের অংশটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়ির যাত্রীদের মৃত্যু হয়।

পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। গাড়ির দরজা কেটে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। এখনও অবধি মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Next Article