নয়া দিল্লি: স্কুলবাসের সঙ্গে ধাক্কা এসইউভি গাড়ির। সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ছয়জনের। ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে। মঙ্গলবার সকালে দিল্লি-মিরট এক্সপ্রেসওয়ের উপরে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে এসে গাড়িটিকে ধাক্কা মারে স্কুলবাস। বাসটির খুব বেশি ক্ষতি না হলেও, গাড়িটির সামনের অংশটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে গাড়ির যাত্রীরাই মারা যান। আহত হয়েছে স্কুলবাসে থাকা পড়ুয়াদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে দিল্লি-মিরট এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল স্কুল বাসটি। তবে ভুল লেন দিয়ে বাস চালাচ্ছিলেন বাস চালক। রাহুল বিহারের কাছে হঠাৎই উল্টোদ্ক থেকে দ্রুতগতিতে একটি এসইউভি গাড়িকে ধাক্কা মারে স্কুলবাসটি। মুখোমুখি সংঘর্ষের পর গাড়িটি পাক খেয়ে ঘুরে যায়। বাসটিও কিছুটা গড়িয়ে এগিয়ে যায়। সংঘর্ষের জেরে গাড়ির সামনের অংশটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়ির যাত্রীদের মৃত্যু হয়।
If this school bus driver is still alive, then he should be booked and tried for murder.
He’s killed 6 people in the TUV because of his misadventures of driving against the flow of traffic on Delhi-Meerut Expressway. pic.twitter.com/GZe5wTJY8N
— Yo Yo Funny Singh (@moronhumor) July 11, 2023
VIDEO | Five people were killed after a SUV collided with a bus on Delhi-Meerut Expressway in Ghaziabad. More details are awaited.
(Warning: Disturbing visuals)
(Source: Third Party) pic.twitter.com/USXK2kej3f— Press Trust of India (@PTI_News) July 11, 2023
পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। গাড়ির দরজা কেটে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। এখনও অবধি মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।