উড়ে গেল হাত-পা, মুখ দেখে চেনা দায়! বিস্ফোরণে উড়ল গোটা বাজি কারখানাই, মৃত ৬

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 04, 2025 | 3:11 PM

Explosion: কী কারণে হঠাৎ বাজি কারখানায় আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে পুলিশের অনুমান, শর্ট সার্কিট বা বাজির মশলা বা বিস্ফোরক থেকেই বিস্ফোরণ হয়েছে। প্রচুর পরিমাণ বারুদ মজুত থাকায় বিস্ফোরণও ভয়ঙ্কর হয়।

উড়ে গেল হাত-পা, মুখ দেখে চেনা দায়! বিস্ফোরণে উড়ল গোটা বাজি কারখানাই, মৃত ৬
বিস্ফোরণস্থলে চলছে উদ্ধারকাজ।
Image Credit source: X

Follow Us

চেন্নাই: সাতসকালেই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। পুড়ে মৃত্যু কমপক্ষে ৬ জনের। আহত আরও অনেকে। অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় এ দিন সকালে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন ফায়ার পকেট রয়েছে  কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে চলছে উদ্ধারকাজও।

কী কারণে হঠাৎ বাজি কারখানায় আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে পুলিশের অনুমান, শর্ট সার্কিট বা বাজির মশলা বা বিস্ফোরক থেকেই বিস্ফোরণ হয়েছে। প্রচুর পরিমাণ বারুদ মজুত থাকায় বিস্ফোরণও ভয়ঙ্কর হয়।

বিস্ফোরণের খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যের অধিকাংশ বাজি কারখানাই বিরুধুনগর জেলায় অবস্থিত। গত বছর ১৭টি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ৫৪ জনের মৃত্যু হয়। গত সেপ্টেম্বর মাসেই মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই এলাকা পরিদর্শন করে বাজি কারখানার কর্মীদের সতর্কতা অবলম্বন করার অনুরোধ করেন।

Next Article