AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi: ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল দেওয়াল, নাবালিকাদের আর্তনাদ, মৃত ৭

Delhi: দক্ষিণ-পূর্ব দিল্লির অতিরিক্ত ডিসিপি ঐশ্বর্য শর্মা বলেন, "এখানে একটি বহু পুরনো মন্দির রয়েছে। তার পাশে ঝুপড়িতে সবাই থাকতেন। রাতভর ভারী বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটেছে। আমরা এখন এখান থেকে সবাইকে সরাচ্ছি। যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।"

Delhi: ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল দেওয়াল, নাবালিকাদের আর্তনাদ, মৃত ৭
ভারী বৃষ্টিতে মন্দিরের দেওয়াল ভেঙে দুর্ঘটনা ঘটে
| Updated on: Aug 09, 2025 | 4:26 PM
Share

নয়াদিল্লি: রাতভর ভারী বৃষ্টি। তাতে একটি মন্দিরের দেওয়াল ভেঙে পড়ে কমপক্ষে সাতজনের মৃত্যু হল। মৃতদের মধ্যে ২ জন নাবালিকা। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির হরিনগর এলাকায়।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব দিল্লির হরিনগরে একটি পুরনো মন্দিরের পাশে একটি ঝুপড়িতে বেশ কিছু মানুষ বাস করেন। ওই পরিবারগুলি পুরনো জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এদিন সকালে মন্দিরের একটি দেওয়াল ভেঙে পড়ে ঝুপড়িতে। আটজন চাপা পড়েন। ভেতর থেকে শিশুদের আর্তনাদ শোনা যায়। গুরুতর জখম অবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাতজন মারা যান। পুলিশ জানিয়েছে, মৃত সাতজনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা ও ২ জন নাবালিকা।

দক্ষিণ-পূর্ব দিল্লির অতিরিক্ত ডিসিপি ঐশ্বর্য শর্মা বলেন, “এখানে একটি বহু পুরনো মন্দির রয়েছে। তার পাশে ঝুপড়িতে সবাই থাকতেন। রাতভর ভারী বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটেছে। আমরা এখন এখান থেকে সবাইকে সরাচ্ছি। যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।”

জানা গিয়েছে, শুক্রবার রাত ১১টা থেকে ভারী বৃষ্টি শুরু হয় নয়াদিল্লিতে। এদিন সকাল পর্যন্ত বৃষ্টি থামেনি। দিল্লির নানা এলাকায় জল জমে যায়। যান চলাচল ব্যাহত হয়। তারই মধ্যে দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারালেন।