মুম্বই: মুম্বইয়ে (Mumbai) এক খুনের ঘটনায় (Murder Case) ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। মুম্বইয়ের গোরেগাঁও (Goregaon) পূর্বের ভানরাই থানার পুলিশ এই খুনের ঘটনায় এক অটোচালককে (Auto Driver) গ্রেফতার করেছে। বুধবার এই গ্রেফতারির ঘটনা ঘটেছে। অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই খুনের ঘটনা ঘটেছে বলেই জানিয়েছে পুলিশ। ছুরি দিয়ে ওই ব্যক্তি খুন করা হয়েছে কারণ অভিযুক্ত ব্যক্তি ওই অটোচালককে উত্যক্ত করত এবং তার হয়রানি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টা গোরেগাঁও পূর্বের হনুমান টেকডির কাছে এক চাইনিজ রেস্তোরাঁর সামনে এই খুনের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, যে ব্যক্তিকে খুন করা হয়েছে, তাঁর নাম মুকেশ ঝাঁজারে। সেখানে তেজ বাহাদুর মৌর্য নামে ৪৫ বছর বয়সী ওই অটোচালক খাবার নিতে এসেছিলেন। মৌর্য নামের ওই অটোচালক বিশেষভাবে সক্ষম এবং পায়ে সমস্যা থাকার কারণে সে সামান্য খুড়িয়ে হাঁটে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণে তাঁর ডান পায়ে চোট লেগেছিল। তেজ বাহাদুরকে দেখে তাঁকে উত্যক্ত করতে শুরু করেন মুকেশ। এমনকী পা খুড়িয়ে হাঁটার কারণে তাঁকে নিয়ে মস্করাও করা হয়েছিল। প্রচন্ড চটে গিয়ে পকেট থেকে নেল কাটার বের করে মুকেশকে আক্রমণ করে তেজ বাহাদুর। নেল কাটারে থাকা ছুরি দিয়ে মুকেশের বুক, পেট কান ও চোখে আঘাত করে তেজ বাহাদুর।
রক্তাক্ত অবস্থা তাঁকে যোগেশ্বরী ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৌর্যর বিরুদ্ধে পুলিশে আগে কোনও অভিযোগ না থাকলেও মুকেশের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে মুকেশ ও তেজ বাহাদুর প্রতিবেশী এবং তাদের পূর্ব শত্রুতার ইতিহাস রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নমুন সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে তেজ বাহাদুর নিখোঁজ, তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।