Sonali Phogat: দেহে একাধিক আঘাতের চিহ্ন, বিজেপি নেত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার ২

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 26, 2022 | 6:37 AM

Sonali Phogat: বৃহস্পতিবার ময়নাতদন্ত করা হয় সোনালি ফোগটের দেহের। গোটা ময়নাতদন্তের রেকর্ডিংও করা হয় প্রমাণের জন্য। বিকেলে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, শরীকে একাধিক ভোঁতা অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

Sonali Phogat: দেহে একাধিক আঘাতের চিহ্ন, বিজেপি নেত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার ২
অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগট। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর তত্ত্ব মানতে আগেই নারাজ ছিল পরিবার। এবার পোস্টমর্টেম রিপোর্টেও মিলল চাঞ্চল্যকর তথ্য। অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগটের মৃত্যু ঘিরেই তৈরি হয়েছে রহস্য। বৃহস্পতিবার তাঁর ময়নাতদন্তের রিপোর্ট আসতেই দেখা যায়, শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ভোতা কোনও অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল সোনালিকে, এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমে সোনালি ফোগটের দুই সহকারীকে গোয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি নেত্রীর পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে সোনালিকে।

চলতি সপ্তাহের সোমবারই সহকারী ও বন্ধুদের নিয়ে গোয়ায় যান হরিয়ানার বিজেপি নেত্রী সোনালি ফোগট। সারাদিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করতেও দেখা যায় ওই টিকটক তারকাকে। বিকেলে শেষবার তাঁর সঙ্গে পরিবারের কথা হয়। এরপরই রাতে তিনি অসুস্থ বোধ করায় গোয়ার সেন্ট অ্যান্টনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক সূত্রে হৃদরোগে আক্রান্ত হয়ে সোনালির মৃত্যু হয়েছে বলে দাবি করা হলেও, তাঁর পরিবারের তরফেই মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়, সিবিআই তদন্তের দাবি করা হয়।

এরপরই বৃহস্পতিবার ময়নাতদন্ত করা হয় সোনালি ফোগটের দেহের। গোটা ময়নাতদন্তের রেকর্ডিংও করা হয় প্রমাণের জন্য। বিকেলে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, শরীকে একাধিক ভোঁতা অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মহিলা পুলিশ কর্মীরা, যারা সোনালির দেহের পরীক্ষা করেছিলেন, তাঁরা কোনও ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাননি।

এরই মধ্যে বিকেলেই জানা যায়, সোনালির খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাঁর ব্যক্তিগত সহকারী সুধীর সঙ্গন ও বন্ধু সুখবিন্দর ওয়াসিকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, সোনালি ফোগটের দাদাও পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, তিন বছর আগে সোনালিকে ধর্ষণ করেছিল সুধীর ও সুখবিন্দর। খুনের হুমকিও দিত তারা। দীর্ঘ সময় ধরেই ধর্ষণের ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করছিল অভিযুক্তরা। তাঁর আরও দাবি, মৃত্যুর আগে শেষবার যখন সোনালির সঙ্গে কথা হয়েছিল, তখন তিনি খাবারে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন। মা ও বোনের সঙ্গে কথা বলার সময়ও সোনালি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন এবং কোনও ষড়যন্ত্র করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

Next Article