Ram Temple: অযোধ্যার রাম মন্দিরে ২৫ ফুট দূর থেকে রামলালার দর্শন, কতক্ষণ সময় বরাদ্দ জানেন?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 28, 2023 | 4:27 PM

Ayodhya Ram Temple: চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই রাম মন্দিরের নীচের তলের নির্মাণকাজ সম্পূর্ণ হয়ে যাবে। আগামী বছর জানুয়ারিতে সেখানে রামলালা বিগ্রহের প্রতিস্থাপনা হবে। রামলালার প্রতিস্থাপনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন।

Ram Temple: অযোধ্যার রাম মন্দিরে ২৫ ফুট দূর থেকে রামলালার দর্শন, কতক্ষণ সময় বরাদ্দ জানেন?
অযোধ্যার রাম মন্দির নির্মাণকাজ চলছে।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

অযোধ্যা: অযোধ্যায় রাম মন্দির (Ram Temple) নির্মাণকাজ প্রায় শেষের পথে। আগামী বছরের গোড়াতেই ভক্তদের জন্য রাম মন্দিরের দ্বার খুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। তাই যুদ্ধকালীন তৎপরতায় চলছে মন্দির নির্মাণের শেষ পর্যায়ের কাজ। মন্দিরে কবে রামলালার (Ramlala) মূর্তি প্রতিষ্ঠিত হবে এবং কবে থেকে ভক্তদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে, সেটা এখনও স্থির হয়নি। তবে মন্দিরের ভিতর ভক্তদের জন্য কড়া নিয়ম জারি হচ্ছে। ভক্তরা মন্দিরের ভিতর কতক্ষণ থাকতে পারবেন, কতটা দূর থেকে রামলালার দর্শন করা যাবে, তা স্পষ্ট করে দিয়েছেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র।

রাম মন্দিরে কতক্ষণ থাকতে পারবেন ভক্তরা?

রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানান, রাম মন্দির প্রাঙ্গণে ভক্তরা প্রায় ১ ঘণ্টা থাকতে পারবেন। তবে রামলালার দর্শনের জন্য বরাদ্দ মাত্র ২০ সেকেন্ড। লাইন দিয়ে রামলালার দর্শন সেরে গেটের দিকে এগিয়ে যেতে হবে ভক্তদের। ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। তবে রামলালার দর্শনের জন্য বরাদ্দ সময় ২০ সেকেন্ড হলেও ভক্তরা মন্দির প্রাঙ্গণে ১ ঘণ্টা থাকতে পারবেন। নৃপেন্দ্র মিশ্র জানান, ৭১ একর জায়গা জুড়ে নির্মিত রাম মন্দির প্রাঙ্গণ বিশাল বড়। মন্দিরের গেট থেকে রামলালার গর্ভগৃহ পর্যন্ত ঢুকতে প্রায় ৪৫ মিনিট সময় লাগবে। তাই ভক্তরা মন্দির প্রাঙ্গণে প্রায় ১ ঘণ্টা থাকতে পারবেন।

কীভাবে রামলালার দর্শন হবে?

লাইন দিয়ে ভক্তদের রামলালার দর্শন করতে হবে। রামলালার বেদি থেকে প্রায় ২৫ ফুট দূরে দাঁড়িয়ে দর্শন করতে পারবেন ভক্তরা। তাঁরা বিগ্রহের সামনে ২০ সেকেন্ড দাঁড়াতে পারবেন। তারপর লাইন দিয়ে সুষ্ঠুভাবে বেরিয়ে যেতে হবে।

কবে রামলালার প্রতিস্থাপনা হবে?

রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই রাম মন্দিরের নীচের তলের নির্মাণকাজ সম্পূর্ণ হয়ে যাবে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারিতে সেখানে রামলালা বিগ্রহের প্রতিস্থাপনা হবে। রামলালার প্রতিস্থাপনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।

রামলালার প্রতিস্থাপনার পরেও মন্দির নির্মাণের কাজ শেষ হচ্ছে না। মন্দিরের উপরের তলগুলির কাজ সম্পূর্ণ হতে ২০২৪-এর ডিসেম্বর লেগে যাবে। আর মন্দির প্রাঙ্গণের বাকি কাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নিরাপত্তার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের অধীনে

অযোধ্যার রাম মন্দিরে প্রথম থেকেই নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। সমগ্র মন্দির চত্বরে কড়া নিরাপত্তা থাকবে। প্রাথমিকভাবে নিরাপত্তার দায়িত্ব থাকবে রাজ্য সরকারের হাতে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সমগ্র ব্যবস্থার উপর নজরদারি চালাবে।

প্রসঙ্গত, অযোধ্যার রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে মামলা চলেছে। তারপর শীর্ষ আদালতের রায়ের ভিত্তিতেই সেখানে রাম মন্দির নির্মাণের উপর সিলমোহর পড়ে এবং ২০২০ সালে নির্মাণকাজ শুরু হয়।

Next Article