Ayodhya Ram Mandir: মোদীর জন্য বিশেষ উপহার, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা কী কী বিশেষ উপহার পাবেন?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 13, 2024 | 11:26 AM

Ram Mandir Gifts: রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাঁকে অযোধ্যার রাম মন্দিরের একটি ১৫ মিটার দীর্ঘ ছবি উপহার দেওয়া হবে। যে চটের ব্যাগে উপহারটি দেওয়া হবে, তাতেও থাকবে রাম মন্দিরের ছবি।  

Ayodhya Ram Mandir: মোদীর জন্য বিশেষ উপহার, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা কী কী বিশেষ উপহার পাবেন?
রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা এই উপহার পাবেন।
Image Credit source: Twitter

Follow Us

অযোধ্যা: উদ্বোধন হতে চলছে রাম মন্দিরের (Ram Mandir)। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরও ১১ হাজার অতিথি। তাঁরা যেমন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন, তেমনই রাম মন্দিরের উদ্বোধনের বিশেষ স্মৃতি নিয়েও ফিরবেন। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান থেকে খালি হাতে ফিরবেন না কেউ। তাদের উপহার দেওয়া হবে রাম জন্মভূমির মাটি (Ram Mandir Soil)। এছাড়াও থাকবে আরও নানা উপহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য থাকছে বিশেষ উপহার। শুক্রবারই রাম মন্দির ট্রাস্টের তরফে এই ঘোষণা করা হয়।

রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাঁকে অযোধ্যার রাম মন্দিরের একটি ১৫ মিটার দীর্ঘ ছবি উপহার দেওয়া হবে। যে চটের ব্যাগে উপহারটি দেওয়া হবে, তাতেও থাকবে রাম মন্দিরের ছবি।

রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত ১১ হাজার অতিথিদেরও উপহার দেওয়া হবে। মোট দুটি বাক্স উপহার থাকছে অতিথিদের জন্য। একটি বাক্সের মধ্যে থাকবে রাম জন্মভূমির পবিত্র মাটি। এছাড়াও দেশি ঘিয়ে তৈরি বিশেষ মোতিচুরের লাড্ডু, যা প্রসাদ হিসাবে অর্পণ করা হবে, তা এবং পবিত্র তুলসী পাতা থাকবে। উপহারের ডালিতে সরযূ নদী থেকে সংগৃহীত জলের একটি ছোট বোতল থাকবে। এছাড়া গীতা প্রেসের প্রকাশিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থও উপহার দেওয়া হবে। বাক্সে থাকবে ব্রাসোর প্লেট, ঘণ্টা, ধূপদানি ও রুপোর কয়েন।

Next Article