নয়া দিল্লি একটা ছবি, একটা সরু গলিপথে লক্ষ লক্ষ মানুষের ভিড়। দৃশ্যত একটা তীর্থক্ষেত্র, আর তার সামনে পুণ্যার্থীদের ভিড়। আর সেই একটা ছবি নিয়েই যত বিতর্ক। এক ব্যক্তি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। তাতে লিখেছিলেন, অযোধ্যার রামমন্দিরে প্রথম দিনে রামলালার দর্শনের জন্য ৭.৫ কিলোমিটার রাস্তায় জনসমুদ্র। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ছবি। লক্ষ লক্ষ শেয়ারও হয়। কিন্তু পরে জানা যায়, সেই ছবি আদতে অযোধ্যায়র রামমন্দিরের নয়। সেই ছবি তো ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে রথযাত্রার সময়ে পুণ্যার্থীদের ভিড় ছবি ছিল সেটি। যেটিকে বলা হয়েছিল অযোধ্যার রামমন্দিরের বাইরের ছবি।
ফ্যাক্ট চেকিং করে বিভিন্ন সংবাদমাধ্যম। ইউটিউবে সার্চ করে দেখা হয়। দেখা যায়, আদতে এই ভিড়ের ছবি অযোধ্যার রামমন্দিরের সামনের রাস্তার নয়। ২০২৩ সালের পুরীর রথযাত্রার সময়ে। ইউটিউবে সেই ভিডিয়ো ২০২৩ সালের ২১ জুন পাবলিশও করা হয়।
পরে এই বিষয়টি যাচাই করে নিজের এক্স হ্যান্ডেলে দু’দিনের ছবি পাশাপাশি পোস্ট করেছেন ‘টাইমস নাও’ এর সঞ্চালক রাহুল শিবশঙ্কর। দুটি ফটো পাশাপাশি দিয়েই ফেসবুকেও শেয়ার করেছেন তিনি। উল্লেখ করেছেন, কোনটা সঠিক, কোনটা ভুল।
প্রসঙ্গত, ২২ জানুয়ারি গোটা দেশে এক ইতিহাস রচিত হয়। অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা হয় রামলালার। লক্ষ লক্ষ মানুষের ভিড়, এলাহি আয়োজন, তারকাদের ভিড়ে স্বর্ণখচিত হয়ে থাকে এই অধ্যায়।
নয়া দিল্লি একটা ছবি, একটা সরু গলিপথে লক্ষ লক্ষ মানুষের ভিড়। দৃশ্যত একটা তীর্থক্ষেত্র, আর তার সামনে পুণ্যার্থীদের ভিড়। আর সেই একটা ছবি নিয়েই যত বিতর্ক। এক ব্যক্তি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। তাতে লিখেছিলেন, অযোধ্যার রামমন্দিরে প্রথম দিনে রামলালার দর্শনের জন্য ৭.৫ কিলোমিটার রাস্তায় জনসমুদ্র। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ছবি। লক্ষ লক্ষ শেয়ারও হয়। কিন্তু পরে জানা যায়, সেই ছবি আদতে অযোধ্যায়র রামমন্দিরের নয়। সেই ছবি তো ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে রথযাত্রার সময়ে পুণ্যার্থীদের ভিড় ছবি ছিল সেটি। যেটিকে বলা হয়েছিল অযোধ্যার রামমন্দিরের বাইরের ছবি।
ফ্যাক্ট চেকিং করে বিভিন্ন সংবাদমাধ্যম। ইউটিউবে সার্চ করে দেখা হয়। দেখা যায়, আদতে এই ভিড়ের ছবি অযোধ্যার রামমন্দিরের সামনের রাস্তার নয়। ২০২৩ সালের পুরীর রথযাত্রার সময়ে। ইউটিউবে সেই ভিডিয়ো ২০২৩ সালের ২১ জুন পাবলিশও করা হয়।
পরে এই বিষয়টি যাচাই করে নিজের এক্স হ্যান্ডেলে দু’দিনের ছবি পাশাপাশি পোস্ট করেছেন ‘টাইমস নাও’ এর সঞ্চালক রাহুল শিবশঙ্কর। দুটি ফটো পাশাপাশি দিয়েই ফেসবুকেও শেয়ার করেছেন তিনি। উল্লেখ করেছেন, কোনটা সঠিক, কোনটা ভুল।
প্রসঙ্গত, ২২ জানুয়ারি গোটা দেশে এক ইতিহাস রচিত হয়। অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা হয় রামলালার। লক্ষ লক্ষ মানুষের ভিড়, এলাহি আয়োজন, তারকাদের ভিড়ে স্বর্ণখচিত হয়ে থাকে এই অধ্যায়।