AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayodhya: সরযূর তীরে জ্বলে উঠল ১৫ লক্ষ প্রদীপ, দীপাবলিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল অযোধ্যা

Guinness world record: একসঙ্গে ১৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিখল উত্তর প্রদেশ।

| Edited By: | Updated on: Oct 24, 2022 | 7:25 AM
Share
লখনউ: আলোর উৎসবে আরও উজ্জ্বল হয়ে উঠল উত্তর প্রদেশ। দীপাবলি উপলক্ষ্যে রবিবার অযোধ্যায় একসঙ্গে ১৫ লক্ষ প্রদীপ জ্বালানো হল। অযোধ্যার রাম কি প্যায়ডি ঘাটে দীপাবলি উপলক্ষে একসঙ্গে জ্বালানো হল ১৫ লক্ষ প্রদীপ।

লখনউ: আলোর উৎসবে আরও উজ্জ্বল হয়ে উঠল উত্তর প্রদেশ। দীপাবলি উপলক্ষ্যে রবিবার অযোধ্যায় একসঙ্গে ১৫ লক্ষ প্রদীপ জ্বালানো হল। অযোধ্যার রাম কি প্যায়ডি ঘাটে দীপাবলি উপলক্ষে একসঙ্গে জ্বালানো হল ১৫ লক্ষ প্রদীপ।

1 / 9
উত্তর প্রদেশের আভাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মিলেই ১৫ লক্ষ প্রদীপ জ্বালানোর এই বিরাট কর্মযজ্ঞকে সফল করে। এই নিয়ে দ্বিতীয়বার অযোধ্যায় পালিত হল দীপোৎসব।

উত্তর প্রদেশের আভাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মিলেই ১৫ লক্ষ প্রদীপ জ্বালানোর এই বিরাট কর্মযজ্ঞকে সফল করে। এই নিয়ে দ্বিতীয়বার অযোধ্যায় পালিত হল দীপোৎসব।

2 / 9
রবিবারের দীপোৎসব দেখতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ। ছবি টুইটার

রবিবারের দীপোৎসব দেখতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ। ছবি টুইটার

3 / 9
২০ হাজারেরও বেশি ভলেন্টিয়ার মিলে মোট ১৫ লক্ষ ৭৬ হাজার প্রদীপ জ্বালানো হয়। সরযূ নদীর তীর ছাড়াও শহরের বিভিন্ন প্রান্তকে প্রদীপ সাজানো হয়েছিল। ৫টি ট্য়াবলোয় অ্যানিমেশন ও ১১টি রামলীলা ট্যাবলোয় নৃত্যশিল্পীরা বিভিন্ন ধারার নৃত্য পরিবেশন করেন। ছবি টুইটার

২০ হাজারেরও বেশি ভলেন্টিয়ার মিলে মোট ১৫ লক্ষ ৭৬ হাজার প্রদীপ জ্বালানো হয়। সরযূ নদীর তীর ছাড়াও শহরের বিভিন্ন প্রান্তকে প্রদীপ সাজানো হয়েছিল। ৫টি ট্য়াবলোয় অ্যানিমেশন ও ১১টি রামলীলা ট্যাবলোয় নৃত্যশিল্পীরা বিভিন্ন ধারার নৃত্য পরিবেশন করেন। ছবি টুইটার

4 / 9
অযোধ্যার রাম কি পৌরি ঘাটে লেজার শো, আতসবাজির প্রদর্শন  আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। আগামী তিন দিন ধরে চলবে অযোধ্যার দীপোৎসব। ছবি টুইটার    

অযোধ্যার রাম কি পৌরি ঘাটে লেজার শো, আতসবাজির প্রদর্শন আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। আগামী তিন দিন ধরে চলবে অযোধ্যার দীপোৎসব। ছবি টুইটার    

5 / 9
একসঙ্গে ১৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিখল উত্তর প্রদেশ। রবিবারই গিনেস ওয়ার্ল্ড বুকের প্রতিনিধিরা মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে শংসাপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী ও মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ তা সকলের সামনে তুলে ধরেন। ছবি টুইটার

একসঙ্গে ১৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিখল উত্তর প্রদেশ। রবিবারই গিনেস ওয়ার্ল্ড বুকের প্রতিনিধিরা মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে শংসাপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী ও মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ তা সকলের সামনে তুলে ধরেন। ছবি টুইটার

6 / 9
৬ বছর আগে দীপোৎসব শুরু করার সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদীকেই দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও উৎসাহেই আজ দীপোৎসব দেশের অনুষ্ঠান হয়ে উঠেছে। ছবি টুইটার

৬ বছর আগে দীপোৎসব শুরু করার সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী মোদীকেই দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও উৎসাহেই আজ দীপোৎসব দেশের অনুষ্ঠান হয়ে উঠেছে। ছবি টুইটার

7 / 9
দীপাবলি উপলক্ষেই উত্তর প্রদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুপুরে তিনি অযোধ্য়ায় রামলালার জন্মভূমিতে পুজো দেন ও রাজ্যাভিষেকে অংশ নেন। ২০২০ সালে ভূমি পূজনে অংশ নেওয়ার পর এই প্রথম অযোধ্যার নির্মীয়মাণ রাম মন্দিরে গেলেন প্রধানমন্ত্রী। ছবি টুইটার

দীপাবলি উপলক্ষেই উত্তর প্রদেশ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুপুরে তিনি অযোধ্য়ায় রামলালার জন্মভূমিতে পুজো দেন ও রাজ্যাভিষেকে অংশ নেন। ২০২০ সালে ভূমি পূজনে অংশ নেওয়ার পর এই প্রথম অযোধ্যার নির্মীয়মাণ রাম মন্দিরে গেলেন প্রধানমন্ত্রী। ছবি টুইটার

8 / 9
অনুষ্ঠানের শুরু থেকে শেষ অবধি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানের পাশাপাশি  থ্রি-ডি হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শোয়ের আয়োজন করা হয় রামনগরীতে। ছবি টুইটার

অনুষ্ঠানের শুরু থেকে শেষ অবধি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানের পাশাপাশি থ্রি-ডি হলোগ্রাফিক প্রোজেকশন ম্যাপিং শোয়ের আয়োজন করা হয় রামনগরীতে। ছবি টুইটার

9 / 9