নয়া দিল্লি: দুর্গাপুজো থেকে খাওয়া-দাওয়া, লাইভ মিউজিক, কোরিয়ান ফ্যাশন- কী নেই টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়! এমনকি শিশুদের আনন্দ দিতেও বসেছে খেলনার স্টল। তবে যে-সে খেলনা নয়, একেবারে থাইল্যান্ডের উন্নতমানের খেলনার স্টল বসেছে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (TV9 Festival of India)।
খেলনা, স্টেশনারি আইটেমের জন্য বিখ্যাত থাইল্যান্ড। তাই টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া-র আসরে দেশ-বিদেশের বিভিন্ন সামগ্রীর সঙ্গে রয়েছে থাইল্যান্ডের স্টেশনারি আইটেমের স্টলটিও। শিশুদের বিশেষভাবে আকৃষ্ট করবে এই স্টলটি। বিভিন্ন ধরনের ছোট-বড় হ্যান্ডব্যাগ থেকে শুরু নানান খেলনা, ব্যাটারিচালিত ছোট-ছোট গাড়ি-সহ বহু আকর্ষণীয় উপহার সামগ্রীও রয়েছে। ব্যাঙ্ককের খেলনা ও উপহারের পসার সাজানো হয়েছে এখানে। তাই পুজোয় বাড়ির বাচ্চাটির জন্য বেস্ট উপহারটি নিয়ে যেতে হলে একবার ঘুরে যেতেই হবে টিভি৯ ফেস্টিভ্যালে।
গত ২০ অক্টোবর টিভি৯ নেটওয়ার্কের এমডি বরুণ দাসের হাতে উদ্বোধন হয়েছে টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার। ৫ দিন ধরে চলা এই ফেস্টিভ্যালের বিশেষ বৈশিষ্ট্য হল, দুর্গাপুজোর সঙ্গে একই মঞ্চে বসেছে আন্তর্জাতিক লাইফস্টাইল এক্সপো। কেবল আন্তর্জাতিক নয়, দেশেরও বিভিন্ন প্রান্তের বিখ্যাত পণ্য সামগ্রী এবং বিভিন্ন প্রদেশের বিশেষ-বিশেষ খাবারের স্টলও রয়েছে। এছাড়া চলছে লাইভ মিউজিক, গরবা নাচ-সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সবমিলিয়ে, দেশের সবচেয়ে বড় দুর্গোৎসব হয়ে উঠেছে দিল্লিতে আয়োজিত টিভি৯ নেটওয়ার্কের এই ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। যেন এক জায়গাতেই ধরা পড়েছে বাংলার পুজো থেকে গোটা বিশ্বের ঝলক।
নয়া দিল্লি: দুর্গাপুজো থেকে খাওয়া-দাওয়া, লাইভ মিউজিক, কোরিয়ান ফ্যাশন- কী নেই টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়! এমনকি শিশুদের আনন্দ দিতেও বসেছে খেলনার স্টল। তবে যে-সে খেলনা নয়, একেবারে থাইল্যান্ডের উন্নতমানের খেলনার স্টল বসেছে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (TV9 Festival of India)।
খেলনা, স্টেশনারি আইটেমের জন্য বিখ্যাত থাইল্যান্ড। তাই টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া-র আসরে দেশ-বিদেশের বিভিন্ন সামগ্রীর সঙ্গে রয়েছে থাইল্যান্ডের স্টেশনারি আইটেমের স্টলটিও। শিশুদের বিশেষভাবে আকৃষ্ট করবে এই স্টলটি। বিভিন্ন ধরনের ছোট-বড় হ্যান্ডব্যাগ থেকে শুরু নানান খেলনা, ব্যাটারিচালিত ছোট-ছোট গাড়ি-সহ বহু আকর্ষণীয় উপহার সামগ্রীও রয়েছে। ব্যাঙ্ককের খেলনা ও উপহারের পসার সাজানো হয়েছে এখানে। তাই পুজোয় বাড়ির বাচ্চাটির জন্য বেস্ট উপহারটি নিয়ে যেতে হলে একবার ঘুরে যেতেই হবে টিভি৯ ফেস্টিভ্যালে।
গত ২০ অক্টোবর টিভি৯ নেটওয়ার্কের এমডি বরুণ দাসের হাতে উদ্বোধন হয়েছে টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার। ৫ দিন ধরে চলা এই ফেস্টিভ্যালের বিশেষ বৈশিষ্ট্য হল, দুর্গাপুজোর সঙ্গে একই মঞ্চে বসেছে আন্তর্জাতিক লাইফস্টাইল এক্সপো। কেবল আন্তর্জাতিক নয়, দেশেরও বিভিন্ন প্রান্তের বিখ্যাত পণ্য সামগ্রী এবং বিভিন্ন প্রদেশের বিশেষ-বিশেষ খাবারের স্টলও রয়েছে। এছাড়া চলছে লাইভ মিউজিক, গরবা নাচ-সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সবমিলিয়ে, দেশের সবচেয়ে বড় দুর্গোৎসব হয়ে উঠেছে দিল্লিতে আয়োজিত টিভি৯ নেটওয়ার্কের এই ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া। যেন এক জায়গাতেই ধরা পড়েছে বাংলার পুজো থেকে গোটা বিশ্বের ঝলক।