Sheikh Hasina: লন্ডনে আশ্রয় চাননি, তবে কি ভারতেই পাকাপাকিভাবে থেকে যাবেন হাসিনা?
Bangladesh Protest: বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্য়ে সোমবার, বোন রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হাসিনা। প্রতিবেশী বন্ধু দেশ হিসাবে ভারতে এলেও, শোনা গিয়েছিল, ভারতে নাকি আশ্রয় চাননি শেখ হাসিনা।
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্য়ে সোমবার, বোন রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হাসিনা। প্রতিবেশী বন্ধু দেশ হিসাবে ভারতে এলেও, শোনা গিয়েছিল, ভারতে নাকি আশ্রয় চাননি শেখ হাসিনা। তিনি লন্ডন যেতে চান। ব্রিটেন সরকারের কাছে আশ্রয় চাইবেন তিনি। হাসিনার বোন রেহানা যেহেতু ব্রিটিশ নাগরিক, তাই ব্রিটেনেই আশ্রয় নিতে চাইছেন হাসিনা।
এদিকে, সূত্রের খবর, হাসিনাকে এখনই আশ্রয় দিতে রাজি নয় ব্রিটেন সরকার। বাংলাদেশে শতাধিক হত্যা নিয়ে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে তদন্তের দাবি করেছে সরকার। বিদেশ সচিব ডেভিড ল্যামি বিবৃতি জারি করে বলেন যে বাংলাদেশের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সব পক্ষকে কার্যকরী ভূমিকা নিতে হবে।
এরপরই শেখ হাসিনার পুত্র সাজিবের দাবি, এখনও লন্ডনে যাওয়ার বিষয়ে বা আশ্রয় চাওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি হাসিনা।
লন্ডনে আশ্রয় নেওয়ার প্রসঙ্গ হাসিনা পুত্র অস্বীকার করতেই প্রশ্ন উঠছে, তবে কি পাকাপাকি ভারতেই থাকতে চলেছেন হাসিনা? তাঁকে কি আশ্রয় দেবে ভারত? বাংলাদেশ নিয়ে কী অবস্থান নিতে চলেছে, তা নিয়ে আজই সর্বদলীয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদীও।