ঢাকা ও নয়া দিল্লি : শনিবারই শতবর্ষে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) মা হীরাবেন মোদী (Heeraben Modi)। ছোটবেলায় মায়ের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলিকে নিয়ে এক আবেগঘন ব্লগ লিখেছেন। হীরাবেন মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তাঁর শতবর্ষে ঢাকা থেকে ১০০ টি গোলাপ পাঠাচ্ছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। বাংলাদেশ বিদেশ মন্ত্রণালয় থেকে এক টুইটে জানানো হয়েছে, “বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীকে তাঁর ১০০ তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বিদেশমন্ত্রী তাঁর সুস্বাস্থ্য কামনা করেছেন।” সঙ্গে একটি গোলাপের তোড়ার ছবিও শেয়ার করা হয়েছে টুইটারে। গোলাপের তোড়াতে লেখা রয়েছে,”হীরাবেন মোদীকে জন্মদিনের শুভেচ্ছা।”
নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর ১০০ তম জন্মদিনে, প্রধানমন্ত্রী মোদী একটি আবেগপূর্ণ ব্লগ লিখেছেন এবং সেখানে তাঁর মায়ের সঙ্গে কাটানো ছোটবেলার কিছু বিশেষ মুহূর্তকে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে লিখেছেন, “মা… কেবল নিছক একটি শব্দ নয়। এটি একটি আবেগের নাম। ১৮ জুন আমার মা হীরাবেন তাঁর ১০০ তম বছরে পা রেখেছেন। এই বিশেষ দিনে, আমি আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে কয়েকটি মুহূর্ত লিখেছি।” উল্লেখ্য, বাংলাদেশের বিদেশমন্ত্রী মোমেন রবিবার নয়া দিল্লিতে এসেছেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দুই দেশের মধ্যে যৌথ পরামর্শ কমিশনের বৈঠকে উপস্থিত থাকবেন তিনি।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করেছেন, “বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে দিল্লীতে স্বাগত। তিনি আগামিকাল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের সপ্তম বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন।” ভারত সফরকালে, রবিবার, তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে জেসিসির সপ্তম দফার বৈঠকেও যোগ দেবেন এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন। এরপর সোমবার উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গেও দেখা করবেন মোমেন।