জলপাইগুড়ি: উত্তাল বাংলাদেশ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে আন্দোলন জারি রয়েছে। সেই পরিস্থিতিতেই বাড়ি ছাড়লেন রঙপুরের হিন্দু যুবক। বিপদ বুঝে নদী সাঁতরে এপারে আসার চেষ্টা করলেন তিনি। তবে পশ্চিমবঙ্গে প্রবেশ করার আগেই চাঁকে আটক করে বিএসএফ। বর্তমান পরিস্থিতিতে নজরদারি অনেকটাই বাড়িয়েছে বিএসএফ। সেই সতর্ক দৃষ্টিতেই ধরা পড়ে যান ওই যুবক। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশের রঙপুর জেলার ঠাকুরগাঁও গ্রামের বাসিন্দা ওই যুবক। তিনি ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজের বি এ প্রথম বর্ষের ছাত্র। নাম জীবন বর্মণ। বয়স ২১। নদী সাঁতরে তিনি ঢুকে পড়েন জলপাইগুড়িতে। রাজগঞ্জ ব্লকের করোতোয়া নদী সাঁতরেই এসেছেন তিনি। রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁকে।
সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি একজন সনাতনী হিন্দু। আমাদের ওপর খুব টর্চার হচ্ছে। তাই চলে এসেছি।” তাঁর পরিবারের ওপরে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। বুধবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে বারবার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবর আসছে। প্রকাশ্যে ইসকন-কে নিষিদ্ধ করার দাবি উঠছে। সেই সঙ্গে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করার দাবিও উঠেছে। প্রকাশ্যে বিলি হচ্ছে লিফলেট। ভারত সহ অন্যান্য দেশ বাংলাদেশের এই পরিস্থিতির সমালোচনা করেছে। এমনকী বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।