আগরতলা: ভালবাসায় কখনও বাধা হতে পারে না ভৌগোলিক দূরত্ব, কাঁটাতার বা পারিপার্শ্বিক পরিস্থিতি। তাই ভালবাসার টানে কাঁটাতার পেরিয়েই ওপার বাংলা (Bangladesh) থেকে ভারতে (India) এসেছিলেন ২৪ বছরের ফতেমা নুসরত। ভালবাসার মানুষকে বিয়ে করতেই এক দেশ থেকে আরেক দেশে ছুটে আসেন ফতেমা। যদিও আসার পর জানতে পারেন, তিনি যাঁকে ভালবাসেন সেই যুবক বিবাহিত। তবে তারপরেও হয়ত মনে কিছুটা আশা ছিল। তাই বিয়ে না হলেও ভালবাসার মানুষের সঙ্গেই একসঙ্গে থাকতে শুরু করেন ফতেমা। কিন্তু, কপালে নেই তো ঘি, ঠকঠকাবে হবে কী! ভালবাসার মানুষের সঙ্গে থাকাটাও বেশিদিন স্থায়ী হল না। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ফতেমাকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ (Tripura Police)।
পুলিশ জানায়, বাংলাদেশি নাগরিক ফতেমা নুসরত দিন ১৫ আগে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার ফুলবাড়ি এলাকা এসেছিলেন বলে অভিযোগ। ওই এলাকার বাসিন্দা নূর জালালকে বিয়ে করতেই ফতেমা বাংলাদেশ থেকে এদেশে আসেন। ফুলবাড়ি থেকেই ফতেমাকে গ্রেফতার করা হয়েছে। নূর জালাল পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার ফুলবাড়ি এলাকার বাসিন্দা নূর জালাল। পেশায় স্বঘোষিত কবিরাজ (আয়ুর্বেদ প্র্যাকটিশনার) নূর বিবাহিত। তিনি মাঝে-মধ্যেই বাংলাদেশের মৌলবী বাজারে যেতেন। সেখানেই ফতেমা নুসরতের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে-ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর প্রেমকে স্বীকৃতি দিতে, নূরকে বিয়ে করে তাঁর সঙ্গে সংসার করতে ফতেমা নুসরত কাঁটাতার পেরিয়ে এদেশে আসতেও পিছুপা হননি।
ধর্মনগরের এসডিপিও দেবাশিস সাহা বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা ওই মহিলার নাম ফতেমা নুসরত। তিনি দিন ১৫ আগে নূরকে বিয়ে করতে অবৈধভাবে ধর্মনগরে আসেন বলে অভিযোগ। নূর ও ফতেমা, দুজনেই ফুলবাড়িতে থাকছিলেন। সম্প্রতি খবর পেয়ে বৃহস্পতিবার ফতেমাকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে, নূর পালিয়েছে।