নয়া দিল্লি: দিল্লিতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে চলছে দেশের সবচেয়ে বড় দুর্গাপুজো। ষষ্ঠীর সকালেই দুর্গা পুজো উপলক্ষে ‘ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র উদ্বোধন করেন TV9 নেটওয়ার্কের এমডি বরুণ দাস। শুধু দুর্গাপুজো নয়, দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক লাইফস্টাইল এক্সপোও চলছে সেখানে, আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এমডি বরুণ দাস জানিয়েছেন, শুধু বাঙালির জন্য নয়, এই পুজোকে সর্বজনীন করে তোলা হয়েছে, পুজোর পাঁচটা দিন সবাই এখানে আনন্দ উপভোগ করতে পারবেন।
কেন রাজধানীর বুকে এমন এক বড় অনুষ্ঠান করার পরিকল্পনা করা হল? এই প্রশ্নের উত্তরে এমডি বরুণ দাস বলেন, “প্রথম কারণ হল আমি বাঙালি। বহু বছর ধরে কলকাতার বাইরে আছি, পুজোটা খুব মিস করতাম। দ্বিতীয়ত, TV9 দেশের সবথেকে বড় নিউজ নেটওয়ার্ক। তাই আমরা যা করি, সেটা বড় আকারেই করি সবসময়। আর তার মধ্যে দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করি।”
একইসঙ্গে এমডি বরুণ দাসের ব্যাখ্যা, মা দুর্গা শক্তির প্রতিরূপ। তাই শক্তির আরাধনা করে মহিলা ক্ষমতায়নকে উদযাপন করা হচ্ছে এই অনুষ্ঠানে। তিনি জানিয়েছেন, পুজোর পাশাপাশি খুব বড় একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এত বড় প্রদর্শনী দিল্লিতে খুব বেশি দেখা যায় না। গুজরাটি থেকে অসমিয়া সংস্কৃতির অনুষ্ঠানও রাখা হয়েছে বলে জানিয়েছেন এমডি। ষষ্ঠীর সন্ধ্য়ায় দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে পুজো। ১১ জন পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় মাতৃপ্রতিমাকে আরাধনা। মণ্ডপে করজোড়ে মন্ত্র উচ্চারণে গলা মেলান এমডি বরুণ দাস। উপস্থিত ছিলেন TV9 বাংলার এডিটর অমৃতাংশু ভট্টাচার্য-সহ নেটওয়ার্কের শীর্ষকর্তারা।