নয়া দিল্লি: বাংলাদেশের ‘সিনিয়র’ নেতার কর্মকাণ্ডে তীব্র প্রতিবাদ জানাল ভারত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বলে পরিচিত মাহফুজ আলমের পোস্ট ঘিরে বিতর্ক। তীব্র নিন্দা করে ওই নেতাকে কড়া বার্তা দিয়েছে নয়া দিল্লি। যদিও পরে ওই পোস্ট মুছে ফেলেছেন মাহফুজ আলম।
বাংলাদেশের মানচিত্র বলে দাবি করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেন মাহফুজ। সেই মানচিত্রে ভারতের বেশ কিছুটা অংশকেও দেখানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরাকে সেখানে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে।
বাংলাদেশের বর্তমান সরকারের অন্যতম উপদেষ্টা এই মাহফুজ আলম। ইউনূসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও সবারই জানা। বাংলাদেশে ক্ষমতা থেকে শেখ হাসিনাকে সরানোর জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তারও অন্যতম হোতা ছিলেন এই ব্যক্তি। তাঁকে কার্যত সতর্ক করেছে ভারত।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল শুক্রবার বলেন, “আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, বাংলাদেশকেও বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যেই সেই পোস্ট মুছে ফেলা হয়েছে।” রনধীর জয়সওয়াল আরও জানান, বাংলাদেশের সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যাতে সেখানকার নেতারা প্রকাশ্যে কোনও মন্তব্য করার আগে ভেবেচিন্তে করেন। ভারত যখন বাংলাদেশের সঙ্গে সু সম্পর্ক বজায় রাখতে আগ্রহী, তখন এই ধরনের পোস্ট বাংলাদেশের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয় বলে দাবি করেছেন তিনি।
এর আগে বারবার বাংলাদেশিদের মুখে শোনা গিয়েছে পশ্চিমবঙ্গ দখলের হুঁশিয়ারি। কিছুদিন আগেই বিএনপি নেতা তথা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি একই কথা বলেছিলেন। তাঁর দাবি ছিল, পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা, বিহার সবটাই দখল করে নেওয়া হবে। শুধু তাই নয়, সে দেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যও কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এবার মানচিত্র ঘিরে ছড়াল নতুন বিতর্ক।