Bengal BJP: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল, রাতে ‘শাহি-সাক্ষাতে’ বঙ্গ-বিজেপি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Mar 28, 2023 | 5:52 PM

এদিন রাত ৯টা নাগাদ নিজের বাসভবনেই বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Bengal BJP: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল, রাতে শাহি-সাক্ষাতে বঙ্গ-বিজেপি
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ হল না বঙ্গ বিজেপি সাংসদদের (BJP MPs)। মঙ্গলবার বাংলার পদ্ম শিবিরের সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাতিল হয়ে গিয়েছে। অগত্যা ‘শাহি-সাক্ষাৎ’-ই ভরসা! এদিন রাতেই বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে, এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসার কথা ছিল বঙ্গ বিজেপি সাংসদদের। মূলত, রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতেই তাঁর সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু, শেষ মুহূর্তে এদিন সকালে প্রধানমন্ত্রীর দফতর (PMO)-এর তরফে সেই বৈঠক বাতিল করে দেওয়া হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়, বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নন, এদিন প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবেই তিনি বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ৯টা নাগাদ নিজের বাসভবনেই বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকের আলোচ্য বিষয় কী, তা এখনও স্পষ্ট নয়। তবে বাংলার আইন-শৃঙ্খলা, নিয়োগ-দুর্নীতি সহ সামগ্রিক বিষয় বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে সূত্রের খবর।

সোমবারই অবশ্য সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে একান্তে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রায় ঘণ্টা খানেক তাঁদের বৈঠক চলে এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি থেকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদদের কলকাতা থেকে দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে ধরনায় বসার প্রাক্কালে বিজেপি সাংসদরা আর নতুন কী কী বিষয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং কী পদক্ষেপ করা হয়, সেটাই দেখার!

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা ধরনা কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবিরও। বুধবারই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ধরনায় বসবেন বঙ্গ বিজেপি শিবির। ফলে এদিন অমিত শাহের সঙ্গে বৈঠকে সেই ধরনা কর্মসূচির থেকে তার পরবর্তী কৌশলের রূপরেখা নির্ধারণ নিয়েও আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান। মূলত, পঞ্চায়েত ভোটের আগে একেবারে জমি শক্ত করে ময়দানে নামতে মরিয়া গেরুয়া শিবির।

Next Article