Congress on TMC: তৃণমূলের সঙ্গে ‘হাত ‘ মেলাতে নারাজ বাংলার অধিকাংশ প্রদেশ নেতাই

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 20, 2023 | 10:25 PM

Congress in Bengal: সূত্রের খবর, বৈঠকের অন্দরে রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস-তৃণমূল বিরোধ নিয়ে তিনি সবটাই জানেন। তিনি জানেন যে সংগঠনকে বাংলায় তৃণমূল শেষ করছে। কিন্তু সামনে লোকসভা ভোট, লড়তে হবে বিজেপির বিরুদ্ধে। সেটা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন প্রদেশ নেতৃত্বকে।

Congress on TMC: তৃণমূলের সঙ্গে হাত  মেলাতে নারাজ বাংলার অধিকাংশ প্রদেশ নেতাই
জোট নিয়ে বৈঠক কংগ্রেসের

Follow Us

নয়া দিল্লি: বিজেপিকে ক্ষমতাচ্যূত করতে কোমর বাঁধছে ‘ইন্ডিয়া’ জোট। রাজনৈতিক আদর্শ পৃথক হওয়া সত্ত্বেও কাছাকাছি এসেছে একাধিক রাজনৈতিক দল। সেই জোটের মধ্যেও বিরোধের গন্ধ রয়েই যাচ্ছে। জাতীয় রাজনীতিতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়দের পাশাপাশি হাঁটতে দেখা গেলেও প্রদেশ কংগ্রেস নেতারা দূরত্ব বজায় রাখতে চাইছেন বলেই সূত্রের খবর। বুধবার দিল্লিতে প্রদেশ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিল কংগ্রেস হাইকমান্ড। বাংলার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, নেপাল মাহাত, শঙ্কর মালাকার প্রমুখ। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। সেখানেই বাংলার রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা হয়।

সূত্রের খবর, তৃণমূলের সন্ত্রাস এবং কংগ্রেসের সংগঠন শেষ করার অভিযোগ তুলে এদিন তৃণমূলের সঙ্গে জোটের বিপক্ষে রায় দিয়েছে প্রদেশ কংগ্রেসের অধিকাংশ সদস্য। বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতারা সরাসরি কিছু না বললেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে যে তাঁরা নারাজ, তেমনটাই শোনা যাচ্ছে। ক্যামেরায় নেতাদের দাবি সম্মানজনক জোট চাই আমরা। আমরা আমাদের মতামত জানিয়ে এসেছি। হাই কম্যান্ড সিদ্ধান্ত নেবে। আজ বৈঠকে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আবার বৈঠকে বসা হবে।

সূত্রের খবর, বৈঠকের অন্দরে রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস-তৃণমূল বিরোধ নিয়ে তিনি সবটাই জানেন। তিনি জানেন যে সংগঠনকে বাংলায় তৃণমূল শেষ করছে। কিন্তু সামনে লোকসভা ভোট, লড়তে হবে বিজেপির বিরুদ্ধে। সেটা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন প্রদেশ নেতৃত্বকে।

প্রদেশ কংগ্রেসের একাংশের নেতার মত, তৃণমূল ৬ থেকে ৭ টা আসন ছাড়লে তবেই ভাববেন তাঁরা। সূত্রের খবর, প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু নেতাদের মত, বিজেপিকে হারাতে তাঁরা যে কোনও পদক্ষেপ করতে রাজি। বৈঠক থেকে বেরিয়ে অধীর চৌধুরী বলেন, আমরা যা বলার বলেছি। আমাদের সঙ্গে আবার বসবে বলেছে বৈঠকে। হাইকমান্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নেপাল মাহাত। তিনি বলেন, “হাইকমান্ড সিদ্ধান্ত নিলে সেটা মেনে নেব। পশ্চিমবঙ্গের সংগঠনের স্বার্থে মেনে নেব।”

Next Article