Bengaluru Accident : মর্মান্তিক! ট্রাক ঘোরাতেই বিপত্তি, খেলতে খেলতেই প্রাণ গেল খুদের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 23, 2022 | 4:24 PM

Bengaluru Accident : ট্রাক ঘোরানোর সময় ধাক্কা লাগে শিশুর। বেঙ্গালুরুতে বাবার ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক শিশুর।

Bengaluru Accident : মর্মান্তিক! ট্রাক ঘোরাতেই বিপত্তি, খেলতে খেলতেই প্রাণ গেল খুদের
প্রতীকী ছবি

Follow Us

বেঙ্গালুরু : ট্রাকের তলায় পিষে মৃত্যু হল এক খুদের। ট্রাকের চালক খোদ শিশুর বাবা। বয়স হয়েছিল মাত্র ১৮ মাস। শুক্রবার এই ঘটনা ঘটে কাম্মানাহাল্লি, সারজাপুরে। নিজের ট্রাকের ধাক্কায় মেয়ের মৃত্যু হতে পারে তা অবশ্যই কল্পনা করতে পারেননি মৃতের বাবা।

শুক্রবার বাড়ির বাইরের রাস্তায় খেলা করছিল দেড় বছরের শিশু মণিকা দেবী। খেলার সময়ও সে বুঝতে পারেনি আর কিছুক্ষণ পরই তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। সে নিজের মনেই খেলছিল। তার মা বড় মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়েছিলেন। বাবা প্রাতঃরাশ সেরেই কাজের উদ্দেশে রওনা দেবেন সেইসময়। বাড়ি থেকে বেরিয়ে ট্রাকে চেপে বসেন। তারপর সেই ট্রাককে পিছন দিকে ঘোরান বালাকৃষ্ণ। সেইসময় ট্রাকের মাডগার্ডে ধাক্কা লাগে ছোট্ট মণিকার। মাথায় আঘাত লাগে তার। স্থানীয়দের নজরে পড়তেই বালাকৃষ্ণকে সতর্ক করেন তাঁরা। ট্রাক থামিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে নেমে আসেন তিনি। সঙ্গে সঙ্গে সারজাপুরের একটি বেসরকারি হাসপাতালে আহত মণিকাকে নিয়ে যান তিনি। পরে সেখান থেকে বেল্লানদুরে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ চেষ্টা করেও প্রাণে বাঁচানো যায়নি ১৮ মাসের মণিকা। গতকাল দুপুর ১:৩০ নাগাদ মারা যায় খুদে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করতেন। আর ঘরের কাজ সামলাতেন তাঁর স্ত্রী ভেনদাম্মা দেবী। তামিলনাড়ুর তিরুপাত্তুরে পরিবার নিয়ে বাস করতেন তাঁরা। তাঁদের দুই সন্তান। একজন ৫ বছর বয়সী মেয়ে ও আরেকজন এই মণিকা। তবে এই দুর্ঘটনায় হারালেন তাঁদের কনিষ্ঠ সন্তানকে। তবে এরকম ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না পরিবার। তাও আবার বাবার ট্রাকের সঙ্গে দুর্ঘটনাতেই প্রাণ গেল খুদের।

Next Article