Bengaluru Murder: ৩০ নয়, ৫০ কুচি করেছিল দেহ! শ্রদ্ধার থেকেও নৃংশসভাবে খুন, বেঙ্গালুরু কাণ্ডে জড়িত পশ্চিমবঙ্গের যুবক?

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 23, 2024 | 2:40 PM

Crime News: একটি বন্ধ ফ্ল্যাট থেকে ২৯ বছরের এক যুবতীর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছিল, শ্রদ্ধাকাণ্ডের মতোই এই যুবতীরও দেহ ৩০ টুকরো করা ছিল। ফ্রিজে ভরা ছিল সেই দেহ। ফ্রিজের সামনে থেকে একটি নীল রঙের স্যুটকেসও উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, এই খুনেও অভিযুক্ত শ্রদ্ধার মতোই দেহ লোপাট করার পরিকল্পনা ছিল।  

Bengaluru Murder: ৩০ নয়, ৫০ কুচি করেছিল দেহ! শ্রদ্ধার থেকেও নৃংশসভাবে খুন, বেঙ্গালুরু কাণ্ডে জড়িত পশ্চিমবঙ্গের যুবক?
শ্রদ্ধার মতোই খুন করা হয় এই যুবতীকে।
Image Credit source: X

Follow Us

বেঙ্গালুরু: ঠিক যেন দিল্লির শ্রদ্ধাকাণ্ড। ২০২২ সালে শ্রদ্ধা ওয়াকারকে খুন করেছিল তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। খুন করে শ্রদ্ধার দেহের ৩৫ টুকরো করেছিল আফতাব। ওই ঘটনার বছর দুই পর, ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি। এবার বেঙ্গালুরু। ২৯ বছরের এক যুবতীর টুকরো টুকরো করা দেহ উদ্ধার হয়েছে বন্ধ ফ্ল্যাট থেকে। বিগত দিনকয়েক ধরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এবার তদন্তে নয়া মোড়। সূত্রের খবর, খুনের ঘটনায় জড়িত পশ্চিমবঙ্গের এক যুবক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবকই মূল অভিযুক্ত।

গত ২১ সেপ্টেম্বর বেঙ্গালুরুর ভালিকাভালে একটি বন্ধ ফ্ল্যাট থেকে ২৯ বছরের এক যুবতীর দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছিল, শ্রদ্ধাকাণ্ডের মতোই এই যুবতীরও দেহ ৩০ টুকরো করা ছিল। ফ্রিজে ভরা ছিল সেই দেহ। ফ্রিজের সামনে থেকে একটি নীল রঙের স্যুটকেসও উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, এই খুনেও অভিযুক্ত শ্রদ্ধার মতোই দেহ লোপাট করার পরিকল্পনা ছিল।

আজ, সোমবার পুলিশের তরফে জানানো হয়, ৩০ টুকরো নয়, যুবতীর দেহটি ৫০-রও বেশি টুকরো করেছিল অভিযুক্ত। সেই দেহ ফ্রিজের ভিতরে ভরে রাখা ছিল। বেঙ্গালুরু সিটি পুলিশের কমিশনার বি দয়ানন্দ বলেন, “সমস্ত অ্যাঙ্গেল দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মূল অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তাঁকে গ্রেফতার করার চেষ্টা চলছে। অভিযুক্ত অন্য রাজ্যের বাসিন্দা, বেঙ্গালুরুতেই থাকছিল। আপাতত এই বিষয়ে আর তথ্য দেওয়া যাবে না কারণ এতে অভিযুক্তের পালাতে বা গা ঢাকা দিতে সুবিধা হতে পারে।”

এই খবরটিও পড়ুন

অন্য়দিকে, কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, “পুলিশ অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করেছে। অভিযুক্ত হয়তো পশ্চিমবঙ্গের বাসিন্দা। আরও প্রমাণ মিললে তবেই এই বিষয়ে কিছু বলা যাবে।”

Next Article