বেঙ্গালুরু: ব়্যাপিডোতে যাওয়ার সময় হেনস্থার শিকার ৩০ বছর বয়সী এক মহিলা। গন্থব্যস্থলের পরিবর্তে তাঁকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। এমনটাই অভিয়োগ করেছেন ওই মহিলা। পাশাপাশি তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলেও দাবি তাঁর। তারপর নিজেকে বাঁচাতে কোনওমতে চলন্ত বাইক থেকেই ঝাঁপ দেন তিনি। বেঙ্গালুরুতে এমন হেনস্থার শিকার হয়েছেন ওই মহিলা।
গত ২১ এপ্রিল রাত ১১ টা ১০ নাগাদ ওই মহিলা ইন্দিরানগর যাওয়ার জন্য একটি ব়্যাপিডো বাইক বুক করেন। এদিকে ওটিপি চেক করার নামে বাইক চালক মহিলার কাছ থেকে তার ফোনটি নিয়ে নেয়। শুধু তাই নয়, ইন্দিরানগরের পরিবর্তে বাইকটি দোদ্দাবল্লপুরার দিকে যেতে থাকে। অন্য রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে টের পেতেই বারংবার চালককে থামতে বলেন এবং একাধিক প্রশ্ন করেন ওই মহিলা। তবে কোনও উত্তর না দেয় না সে। বরং ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গাড়ি চালাতে থাকে। তারপর চালকের থেকে নিজের ফোনটি কেড়ে নেন মহিলা। বুঝতে পারেন চালক মদ্যপ অবস্থাতেই বাইক চালাচ্ছে।
#WATCH| Bengaluru, Karnataka: Woman jumps off a moving motorbike after the rapido driver allegedly tried to grope her & snatched her phone
On 21st April, woman booked a bike to Indiranagar, driver allegedly took her phone on pretext of checking OTP & started driving towards… pic.twitter.com/bPvdoILMQ2
— ANI (@ANI) April 26, 2023
তারপর বাইক চালকটি ফের মহিলার ফোন কেড়ে নিয়ে তাঁকে জড়িয়ে ধরে। কোনওভাবে ফোন থেকে নিজের বন্ধুকে সাহায্যের জন্য কল করেন ওই মহিলা। তারপর বিএমএস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্য়ান্ড ম্যানেজমেন্টের কাছে ওই দ্রুত গতিতে চলা বাইক থেকেই ঝাঁপ দেন তিনি। পড়ে গিয়ে আহতও হন। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এক বর্ষীয়ান পুলিশ কর্তা জানিয়েছেন, অভিযুক্তকে সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হেনস্থা, অপহরণ, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।