বেঙ্গালুরু: দিনের পর দিন টাকার জন্য চাপ। আর সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন অতুল সুভাষ। বেঙ্গালুরুর তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীর মৃত্যুতে হইচই পড়ে গিয়েছে দেশজুড়ে। জীবন শেষ করে দেওয়ার আগে ২৪ পাতার সুইসাইড লেটার লিখে গিয়েছিলেন অতুল। সেই সঙ্গে দীর্ঘ এক ভিডিয়োও পোস্ট করেছিলেন, যেখানে বলেছিলেন, কেন এই চরম সিদ্ধান্ত নিতে হল। আজ, রবিবার অতুলের প্রাক্তন স্ত্রী, শ্যালক ও শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ।
এ দিন অতুল সুভাষের প্রাক্তন স্ত্রী নিকিতা সিঙ্ঘানিয়াকে গুরুগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে আটক করা হয় নিকিতার মা ও ভাইকে। প্রসঙ্গত, দিন দুয়েক আগেই গ্রেফতারির আশঙ্কায় এলাহাবাদ হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার চেষ্টা করেন নিকিতা। পুলিশ একাধিকবার তলব করেছিল নিকিতা। তিনবার সমন পাঠানো হয়।
২৪ পাতার সুইসাইড লেটারে অতুল সুভাষ লিখেছিলেন, কীভাবে তাঁর প্রাক্তন স্ত্রী মানসিক হেনস্থা-অত্যাচার করত টাকার দাবিতে। একাধিক মামলাও দায়ের করে। তাদের চার বছরের সন্তানকেও দেখতে দেওয়া হত না বলেই অতুল অভিযোগ করেন। আদালত যেখানে ৮০ হাজার টাকা খোরপোশ দিতে বলেছিল, সেখানে নিকিতা অতুলের কাছ থেকে প্রতি মাসে ২ লাখ টাকা দাবি করতেন।