Bengaluru Assault: ‘ভগবান বেঙ্কটেশ্বর আমার স্বামী’, মন্দিরে ঢুকে দাবি মহিলার, বাধা দিতেই পুজারীর গায়ে থুতু, তারপরে যা হল…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 07, 2023 | 9:57 AM

Woman Assault: ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, দীর্ঘক্ষণ ধরেই কথা কাটাকাটি চলছিল। ওই মহিলা পুজারীর গায়ে থুতু ছেটাতেই বচসা চরমে পৌঁছয়। চুলের মুঠি ধরে মারধর করা হয় ওই মহিলাকে।

Bengaluru Assault: ভগবান বেঙ্কটেশ্বর আমার স্বামী, মন্দিরে ঢুকে দাবি মহিলার, বাধা দিতেই পুজারীর গায়ে থুতু, তারপরে যা হল...
মারধরের ভিডিয়ো।

Follow Us

বেঙ্গালুরু: মন্দিরে পুজো দিতে ঢুকে ধুন্ধুমার। এক মহিলাকে চুলের মুঠি ধরে মারধর করা হয়। টেনে-হিচড়ে বের করে দেওয়া হয় ওই মহিলাকে। জানা গিয়েছে, ওই মহিলা মন্দিরের পুজারীর গায়ে থুতু ছিটিয়ে দিয়েছিলেন। তার শাস্তি হিসাবেই মারধর করা হয় ওই মহিলাকে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মারধরের ভিডিয়ো। মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ২১ ডিসেম্বরের। তবে সম্প্রতিই ভিডিয়োটি ভাইরাল হয়। জানা গিয়েছে, ওই মহিলা বেঙ্গালুরুর বেঙ্কটেশ্বর মন্দিরে গিয়েছিলেন। মন্দিরের ভিতরে ঢুকে তিনি দাবি করেন যে মন্দিরের আরাধ্য দেবতা বেঙ্কটেশ্বর আসলে তাঁর স্বামী। তিনি বেঙ্কটেশ্বরের পাশে বসতে চান। কিন্তু পুজারী তাঁকে বাধা দিলেই বচসা শুরু হয়। এরপরেই মহিলা রাগের বশে পুজারীর গায়ে থুতু ছিটিয়ে দেন। এরপরই পুজারী ও মন্দিরের অন্যান্য কর্মীরা তাঁকে মারধর করেন। মন্দির থেকে বেরও করেন  দেওয়া হয় মহিলাকে।

ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, দীর্ঘক্ষণ ধরেই কথা কাটাকাটি চলছিল। ওই মহিলা পুজারীর গায়ে থুতু ছেটাতেই বচসা চরমে পৌঁছয়। চুলের মুঠি ধরে মারধর করা হয় ওই মহিলাকে। এরপর মারতে মারতেই ওই মহিলাকে মন্দির থেকে বের করে দেওয়া হয়। তাতেও ক্ষান্ত হননি মন্দিরের কর্মীরা। বাইরেও তারা ওই মহিলাকে তুমুল মারধর করা হয়।

সোশ্যাল মি়ডিয়ায় মারধরের ওই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই গত বৃহস্পতিবার ওই মহিলা থানায় যান এবং মন্দিরের পুজারী ও অন্যান্য কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Next Article