দেশজোড়া বিক্ষোভের মাঝেও কোনওভাবেই পিছু হঠতে কেন্দ্রীয় সরকার। অগ্নিপথ প্রকল্পের নিয়মে বেশ কিছু বদল আনলেও, মূল প্রকল্প কোনওভাবেই বদলাতে রাজি নয় কেন্দ্র। অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্য ট্রেনে আগুন থেকে শুরু করে রাস্তা অবরোধ, একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে। এবার এই প্রকল্পের প্রতিবাদে সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনে ভারত বনধে্র ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। কেন্দ্রের সব সরকারি অফিসের নিরাপত্তা বৃদ্ধির জন্য নির্দেশে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের প্রতি সহমর্মিতা থাকলেও, বাংলায় রোজকার মতো সব সচল থাকবে বলেই নির্দেশিকা জারি করেছিল নবান্ন। অগ্নিপথ নিয়ে ডাকা বনধে্ কোথায় কী প্রভাব পড়ল, এক নজরে দেখে নেওয়া যাক…
গোটা দেশেক নাড়িয়ে দিয়েছিল কৃষক আন্দোলন। এবার অগ্নিপথ নিয়ে পথে নামার কথা জানালেন কৃষক আন্দোলনের অন্যতম মুখ তথা সংযুক্ত কিষাণ মোর্চার নেতা রাকেশ টিকাইত, টুইট করে এই কথা জানিয়েছেন রাকেশ টিকায়ত।
संयुक्त किसान मोर्चा का 24 जून को अग्निपथयोजना के खिलाफ देशभर में जिला-तहसील मुख्यालयों पर विरोधप्रदर्शन।SKMकॉर्डिनेशन कमेटी का करनाल में फैसला।युवा-नागरिक संगठनों-पार्टियों से जुटने की अपील।भाकियू 30 के प्रदर्शन के बजाय 24 के फैसले में ही शामिल। @ANI @PTI_News #YouthEmpowerment pic.twitter.com/NFaGjYEiNM
— Rakesh Tikait (@RakeshTikaitBKU) June 20, 2022
অগ্নিপথ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ চলছে। তারই প্রতিবাদে এদিন ভারত বনধও ডেকেছে কয়েকটি সংগঠন। এবার এই ইস্যুতে মুখ খুুললেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, কিছু সিদ্ধান্ত প্রথম বেঠিক বলে মনে হলেও আসলে তা পরবর্তীকালে দেশ গঠনে সাহায্য করে।
অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে ডাকা ভারত বনধকে সামাল দিতে বিভিন্ন রাজ্যের বিশাল মাত্রায় পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। তেলঙ্গানার কাছেগুডা রেলওয়ে স্টেশনেও একই চিত্র ধরা পড়েছে। আরপিএফ কর্তা ধর্মেন্দ্র কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “আরপিএফ, জিআরপি, স্থানীয় পুলিশ এবং আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। যাদের কাছে বৈধ টিকিট রয়েছে, শুধুমাত্র তাদেরই স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে।”
ভারতীয় দণ্ড বিধির ২৮৩ এবং ন্যাশনাল হাইওয়ে আইনের ৮বি ধারায় মামলা রুজু করেছে পঞ্জাব পুলিশ। অগ্নিপথ নিয়ে বনধে্র মাঝেই ১৮ জুনের ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে রাস্তায় আটকে বিক্ষোভ প্রদর্শনের জন্য এই মামলা রুজু করেছে জলন্ধর পুলিশ।
অগ্নিপথ নিয়ে ডাকা ভারত বনধের মোকাবিলায় পঞ্জাবের জলন্ধর রেলওয়ে স্টেশনে কড়া নিরাপত্তার ছবি ধরা পড়েছে। পঞ্জাবের ডিসিপি জগমোহন সিং জানিয়েছেন, আমাদের কাছে পর্যাপ্ত বাহিনী রয়েছে এবং মোতায়েন হওয়ার পুলিশ কর্মীদের ৮০ শতাংশই আমাদের বাহিনীর অংশ। র্যাফ এবং আর্মড ফোর্সের বাহিনীদেরও মোতায়েন করা হয়েছে।
Punjab | Heavy security deployed at Jalandhar railway station, amid #BharatBandh call by some organisations against the Agnipath scheme.
We’ve sufficient force, deputed 80% of our own city force. Besides, we also have Rapid Action Force & Punjab Armed Police: DCP Jagmohan Singh pic.twitter.com/2mgNXd7o8s
— ANI (@ANI) June 20, 2022
অগ্নিপথ নিয়ে বনধে্র জেরে সাধারণ মানুষের কথা ভেবে দিল্লির নিজামউদ্দিন রেলওয়ে স্টেশনে কড়াকড়ির ছবি ধরা পড়েছে। জানা গিয়েছে, রেলের সম্পদ যাতে কোনওভাবেই নষ্ট না হয়, সেকথা মাথায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এপি জোশিয়া জানিয়েছেন, ট্রেন চলাচল ব্যাহত হয়নি, যাত্রীরা সহজেই যাতায়াত করতে পারছেন।
Delhi | Amid calls over Bharat Bandh, security arrangements strengthened at Nizamuddin Railway station to ensure safety of people, & Railway property. Train movements not disrupted… Passengers are comfortably departing & arriving:AP Joshiya, Assistant Security Commissioner, RPF pic.twitter.com/G2ARJgnpZB
— ANI (@ANI) June 20, 2022