AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hathras Deaths: ‘আমি বেরিয়ে যাওয়ার পর…’, অবশেষে পদপিষ্ট কাণ্ড নিয়ে মুখ খুললেন ‘ভোলে বাবা’

Hathras Deaths: বুধবার (৩ জুন) সন্ধ্যায় অবশেষে এই মর্মান্তিক ঘটনার বিষয়ে বিবৃতি জারি করলেন তিনি। তাঁর দাবি, কিছু 'সমাজ-বিরোধী'ই তাঁর প্রস্থানের পর ওই ধর্মসভায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

Hathras Deaths: 'আমি বেরিয়ে যাওয়ার পর...', অবশেষে পদপিষ্ট কাণ্ড নিয়ে মুখ খুললেন 'ভোলে বাবা'
সভাস্থল এখনও পড়ে ভোলে বাবার ছবি দেওয়া লকেট Image Credit: PTI
| Updated on: Jul 03, 2024 | 8:32 PM
Share

হাথরস: অবশেষে মুখ খুললেন ভোলে বাবা। যে স্বঘোষিত ধর্মগুরুর সভায় মঙ্গলবার (২ জুন) , পদপিষ্ট হয়ে প্রাণ গিয়েছে ১২১ জনের। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বুধবার (৩ জুন) সন্ধ্যায় অবশেষে এই মর্মান্তিক ঘটনার বিষয়ে বিবৃতি জারি করলেন তিনি। তাঁর দাবি, কিছু ‘সমাজ-বিরোধী’ই তাঁর প্রস্থানের পর ওই ধর্মসভায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। মৃতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনাও প্রকাশ করেছেন।

ভোলে বাবার আসল নাম হল সুরজ পাল সিং। এদিন তিনি লিখেছেন, “আমি/আমরা মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রভু/পরমাত্মা (ঈশ্বরের) কাছে প্রার্থনা করি।” তিনি আরও জানিয়েছেন, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি এক বরিষ্ঠ আইনজীবীকে নিয়োগ করেছেন। তিনি আরও দাবি করেছেন, ফুলারি গ্রামের ওই সৎসঙ্গ শেষ হওয়ার পর তিনি বেরিয়ে গিয়েছিলেন। তিনি বেরিয়ে যাওয়ার পর, কিছু সমাজ বিরোধী এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন তিনি।

পুলিশ এই বিষয়ে একটি মামলা দায়ের করলেও, এখনও পর্যন্ত ‘ভোলে বাবা’-র নামে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে তাঁর সহযোগী এবং অনুষ্ঠানের আয়োজকদের নাম দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা এবং অন্যায়ভাবে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে। ভোলে বাবাকে গ্রেফতার করার বিষয়ে উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ প্রধান, প্রশান্ত কুমার বলেছেন, “আমাদের হাতে যে রকম তথ্য আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেব।”