Birth Registration: বদলে গেল বার্থ সার্টিফিকেটের নিয়ম, এই তথ্য না দিলে আটকে যাবে সব কাজ

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 06, 2024 | 7:54 AM

Rule Change for Birth Registration: ২০২৩ সালের অগস্ট মাসে সংসদে পাস হয় জন্ম-মৃত্য়ুর নথিভুক্তিকরণ (সংশোধন) আইন। এই আইনে এবার জন্ম নথিভুক্তিকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক হতে চলেছে পিতা-মাতার ধর্মের নথিভুক্তিও। এতদিন শুধুমাত্র পরিবারের ধর্ম উল্লেখ করতে হত।

Birth Registration: বদলে গেল বার্থ সার্টিফিকেটের নিয়ম, এই তথ্য না দিলে আটকে যাবে সব কাজ
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: শিশুর জন্মের নথিভুক্তিকরণের নিয়মে বড় পরিবর্তন। এবার জন্ম নথিভুক্তিকরণ প্রক্রিয়া (Birth Registration) বাধ্যতামূলক হতে চলেছে পিতা-মাতার ধর্মের নথিভুক্তিও। এতদিন শুধুমাত্র পরিবারের ধর্ম উল্লেখ করতে হত। এবার থেকে মা ও বাবা ধর্ম আলাদাভাবে উল্লেখ করতে হবে।

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শিশুদের জন্মের নথিভুক্তিকরণের ক্ষেত্রে নতুন নিয়ম আনা হচ্ছে। এবার থেকে ধর্মের উল্লেখও করতে হবে জন্ম নথিভুক্তিকরণের ক্ষেত্রে। এই তথ্যের ভিত্তিতেই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (National population register), ভোটার তালিকা বা ইলেকটোরাল রোল (electoral roll), আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সে তথ্য আপডেট করা হবে, এমনটাই ভাবনা-চিন্তা সরকারের।

২০২৩ সালের অগস্ট মাসে সংসদে পাস হয় জন্ম-মৃত্য়ুর নথিভুক্তিকরণ (সংশোধন) আইন (Registration of birth and death (amendment) act 2023)। এই আইন অনুযায়ী, জন্ম-মৃত্যুর তথ্য ভাণ্ডার  হিসাবে (Database) কেন্দ্রীয় সরকারের কাছে রাখা হবে।

নতুন আইন অনুযায়ী, জন্ম-মৃত্যুর তথ্য কেন্দ্রীয় সরকারের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম পোর্টাল crsorgi.gov.in এ ডিজিটাল পদ্ধতিতে রেজিস্টার করাতে হবে। এই পোর্টাল থেকে পাওয়া ডিজিটাল বার্থ সার্টিফিকেট ব্যবহার করে স্কুলে ভর্তি থেকে শুরু করে যাবতীয় সরকারি পরিষেবা পাওয়া যাবে।

এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রেজিস্ট্রারার জেনারেল অব ইন্ডিয়া (Registrar General of India) সব রাজ্য সরকারগুলিকে এ বিষয়ে অবহিত করবে। রাজ্য সরকারগুলি এই নতুন নিয়ম সরকারিভাবে গ্রহণ করার পরই, তা বাস্তবায়ন সম্ভব।

Next Article