নয়া দিল্লি : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সরব হয়েছে পশ্চিমি দেশগুলো। প্রথম থেকেই নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভারত। রাষ্ট্রসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকেও বিরত থেকেছে ভারত। বারবারই রাশিয়া ও ইউক্রেনকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছে ভারত। এই যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার তরফে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। রাশিয়া থেকে তেল আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় পাত্তা দিল না ভারত। রাশিয়া থেকে সস্তায় পাওয়া যাচ্ছে তেল। সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ ভারত। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited) একটি রাশিয়ার অয়েল কোম্পানির সঙ্গে তেল আমদানির চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী ভারত ৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করতে চলেছে।
সূত্রের খবর এটি দুই সংস্থার মধ্যে করা একটি চুক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রে চোখ রাঙানিকে কোনওভাবে তোয়াক্কা করছে না ভারত। গতকাল সরকারি সূত্রে জানানো হয়েছে, ভারতের শক্তি লেনদেনের রাজনীতিকরণ করা উচিত নয়। শক্তির চাহিদাগুলি মেটানোর দিকে নজর রাখা হবে বলে জানানো হয়েছিল। ভারতের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বিপরীত প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে আমেরিকা থেকে। আমেরিকা জানিয়েছে, ভারতের রাশিয়া থেকে তেল আমদানি করার সিদ্ধান্ত তাদের জারি করা নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করে। এবং তারা জানিয়েছেন, ভারতের এহেন পদক্ষেপে মনে করা হবে যে ভারত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমর্থন জানাচ্ছে ভারত।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দায় সরব হয়ে আমেরিকা সহ পশ্চিমি দেশগুলি রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা করেছে। তারপরই ভারত সহ অন্যান্য বড় আমাদানিকারক দেশগুলিকে রাশিয়া বিশাল ছাড়ে তেল এবং অন্যান্য দ্রব্য় সামগ্রী দেওয়ার কথা জানিয়েছে। আর সেই সুযোগ লুফে নিতে আগ্রহী ভারত। যদিও ঐতিহাসিকভাবে পরিবহনের খরচ বেশি হওয়ার দরুন রাশিয়া থেকে খুব সামান্য পরিমাণই তেল আমদানি করে ভারত। এই বিপুল ছাড়ের আশাতেই রাশিয়া থেকে তেল আমদানির দিকে তাকিয়ে ভারতীয় তেল সংস্থাগুলি। উল্লেখ্য, সূত্রের খবর ভারতের সর্ববৃহৎ শক্তি সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইতিমধ্য়েই ৩০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে।