পটনা: প্রযুক্তির কল্যাণের সঙ্গে সঙ্গে সামাজিক অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু এখন ভারতীয় সমাজে বেশ কিছু প্রাচীন প্রথা এখনও অভিশাপের মতো বজায় রয়েছে। পণপ্রথা (Dowry System) তার মধ্যে অন্যতম। এবার পণপ্রথা নিয়ে কড়া বার্তা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar Chief Minister) নীতীশ কুমার (Nitish Kumar)। পণপ্রথা নিয়ে মন্তব্য করতে গিয়ে নীতীশ কুমার বলেন, “যদি কোনও পুরুষের সঙ্গে অন্য পুরুষের বিয়ে দিয়ে দেওয়া হয়, তবে কি কোনও শিশুর জন্ম হবে?” পটনার এক মহিলা হস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, তাঁর ছাত্র জীবনে ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল কোর্সে ছাত্রীর সংখ্যা খুবই কম ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে নীতীশ কুমার বলেন, “ব্যাপারটা মোটেও সুখকর ছিল না। আমার খুবই খারাপ লাগত। যদি কোনও মেয়ে ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল কোর্সে নিজের নাম নথিভুক্ত করত, তবে সবাই অদ্ভূতভাবে তাঁর দিকে তাকিয়ে থাকত। কিন্তু এখন অনেক মেয়েই ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল কোর্সে পড়াশুনো করছে।”
#WATCH | While inaugurating a newly constructed girls hostel in Patna on May 23, Bihar CM Nitish Kumar said, "Taking dowry for marriage is a useless thing. If you'll get married then only children will be born.What will happen to childbirth if a man gets married to another man?" pic.twitter.com/mXf2ERraO0
— ANI (@ANI) May 25, 2022
বিহারের ক্ষমতায় এসেই মহিলাদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে রাজ্য মদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন নীতীশ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও একবার সেই প্রসঙ্গ টেনে এনে তিনি জানিয়েছেন, রাজ্যের মহিলাদের দাবি মেনে নিয়েই রাজ্যে মদ নিষেধ করা হয়েছিল। তিনি বলেন, “আমরা পণপ্রথা ও বাল্যবিবাহের বিরুদ্ধেও প্রচার শুরু করেছি। পণ নিয়ে বিয়ে করার থেকে খারাপ আর কিছুই হতে পারে না। বিয়ে হলেই তবেই সন্তানের জন্ম দেওয়া সম্ভব। মায়েরাই আমাদের সবাইকে জন্ম দিয়েছেন। পুরুষের সঙ্গে পুরুষের বিয়ে হলে কি বাচ্চা জন্ম নেবে? তাই বিয়ের পর সন্তান লাভ সম্ভব, এবং বিয়ের জন্য আপনারা পণ চাইছেন। এর থেকে ভুল আর কিছুই হতে পারে না।” নীতীশ কুমার জানিয়েছে, যে সব বিয়ে পণ ছাড়া হবে, সেই সব বিয়ের অনুষ্ঠানেই তিনি উপস্থিত থাকবেন। তিনি বলেন, “কেউ যদি লিখিতভাবে জানান যে বিয়ের জন্য কোনও পণ নেওয়া হয়নি, তবেই আমি সেই বিয়েতে যাব। সবাইকে এই কথা জানিয়ে দিয়েছি।”