পটনা: জোট ভেঙেছে, তবু কি সম্পর্ক ভেঙেছে? বারংবার পাল্টি খাওয়ার পরও নীতীশ কুমারের (Nitish Kumar) জন্য ‘দরজা খোলা রয়েছে’ বলেই জানিয়েছেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা-জলঘোলা। নীতীশকে কি আবার জোটে সামিল করতে চাইছেন লালু? তবে শনিবার সেই জল্পনায় জল ঢেলে বিহারের মুখ্যমন্ত্রীর পরিণত উত্তর, “শাসক-বিরোধী সকলের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখি আমি।”
জোট ভাঙার পর চলতি সপ্তাহের বৃহস্পতিবারই বিহার বিধানসভায় মুখোমুখি হয়েছিলেন নীতীশ কুমার ও লালু প্রসাদ যাদব। সেখানে তাঁদের সৌজন্যের হাসি হেসে, হাত মেলাতেই দেখা যায়। এরপরই লালুর ‘দরজা খোলা থাকা’র মন্তব্য। কিন্তু লালুর সঙ্গে হাত মেলানো বা কথাবার্তাকে সৌজন্য সাক্ষাতেই সীমিত রাখলেন নীতীশ কুমার। বললেন, “আমি জোটসঙ্গীদের সঙ্গে যেমন সুসম্পর্ক বজায় রাখি, বিরোধীদের সঙ্গেও। আমার সঙ্গে ওদের (বিরোধী) দেখা হয়, আমি হাত মেলাই। ব্যস এইটুকুই।”
গঠবন্ধন জোট নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “অন্যরা কে কী বলল, তা নিয়ে আমি ভাবি না…সবকিছু ঠিকঠাক চলছিল না, তাই আমি আরজেডির সঙ্গ ছেড়ে বেরিয়ে এসেছি।”
মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েও হালকা চালেই নীতীশ কুমার বলেন, “সব হয়ে যাবে। এখন সব ঠিকঠাকই চলছে।”
প্রসঙ্গত, বিগত এক দশকে বারেবারে জোট বদল করেছেন নীতীশ কুমার। কখনও এনডিএ, কখনও বিরোধী জোটে সামিল হয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর গদি নিজের দখলেই রেখেছেন বরাবর। ২০২২ সালে এনডিএ জোট ভেঙে আরজেডি, কংগ্রেসের সঙ্গে মহাগঠবন্ধন জোট তৈরি করেছিলেন, কিন্তু দেড় বছর কাটতে না কাটতেই ফের ফিরে এসেছেন এনডিএ-তেই।