লালুর ৮-৯ বাচ্চা! নীতীশকে পাল্টা দিতে তেজস্বীর জবাব, ‘মোদীরও তো ৬ ভাইবোন’

সৌরভ পাল | Edited By: সোমনাথ মিত্র

Oct 27, 2020 | 12:19 PM

“নীতীশ কুমার গান্ধীর আদর্শ হে রাম থেকে জয় শ্রীরামে পাল্টি খেয়েছেন।”

লালুর ৮-৯ বাচ্চা! নীতীশকে পাল্টা দিতে তেজস্বীর জবাব, মোদীরও তো ৬ ভাইবোন
“নীতীশ কুমার আমার মায়ের ভাবাবেগকে আঘাত তো করেছেনই, সঙ্গে গোটা মহিলা সমাজেরও অপমান করেছেন। তিনি মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং দুর্নীতির মতো ইস্যুকে আঢ়াল করার চেষ্টা করছেন।”

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: কাকা-ভাইপো কাজিয়ায় সরগরম বিহার (Bihar Election 2020)। যেখানে গত সপ্তাহ পর্যন্তও চর্চায় ছিল ‘রোজগার’ বনাম ‘বেরোজগার’, সোমবার সেই স্থান দখল করল ‘ব্যক্তি আক্রমণ’। লালু প্রসাদ যাদবের পরিবার নিয়ে আলটপকা মন্তব্য করে যার সূত্রপাত করেন খোদ নীতীশ কুমার (Nitish Kumar)। বুধবার প্রথম দফা ভোটের আগে সেই ইটের জবাবে পাটকেল মারতে ছাড়লেন না তেজস্বী যাদবও (Tejashwi Yadav RJD)। বললেন, ‘আমার প্রিয় কাকা (নীতীশ কুমার) আর ভাল কাকা নেই’।

বিহারের চিন্তা থাকলে কেউ ৮-৯টা করে বাচ্চার জন্ম দেয়? লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) নাম না করলেও নীতীশের এই আক্রমণ যে আরজেডি (RJD) নেতার উদ্দেশেই তা বুঝতে অসুবিধা হয়নি তেজস্বীর। বাবাকে নিয়ে করা ‘কাকা’র এই মন্তব্যের প্রতিক্রিয়াও তাই কোনও দেরি করেননি লালু তনয়।

নীতীশের বক্তব্য ছিল, “বিহার (Bihar) নিয়ে চিন্তার কোনও বালাই নেই। চিন্তা থাকলে ৮-৯টা করে কেউ বাচ্চার জন্ম দেয়?” আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “মেয়েদের ওপর ভরসা নেই। ছেলের খোঁজেই এতো সন্তানের জন্ম দিতে হয়েছে।” যার প্রত্যুত্তরে তেজস্বী বলেন,  বাবাকে নিয়েই কুরুচিকর মন্তব্য করেননি, এই বক্তব্যে অসম্মান করেছেন প্রধানমন্ত্রীকেও। নরেন্দ্র মোদীরও তো ৬জন ভাইবোন আছে। একই সঙ্গে তিনি বলেন, “কাকার বয়স হয়েছে, তিনি শারীরিক ও মানসিক ভাবে ক্লান্ত। তাই উল্টো পাল্টা বলছেন। আমি তাঁর এই আক্রমণকে আশীর্বাদ হিসেবেই দেখছি।”

এখানেই শেষ নয়। নীতীশ কুমারকে ‘পাল্টিবাজ’ বলেও আক্রমণ শানিয়েছেন আরজেডি ‘প্রধান’ তেজস্বী। আরজেডি জোট থেকে বেরিয়ে আসার প্রসঙ্গে নীতীশ বলেন, “আমি শুধু বলেছিলাম আপনার (তেজস্বী) বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে, তার ব্যাখ্যা দিন। দিতে পারেননি। তারপরই ১ বছর ৮ মাসের সরকার থেকে বেরিয়ে আসি।” এই অভিযোগ উড়িয়ে তেজস্বী পাল্টা বলেন, “তেজস্বী তো বাহানা থা/উনকো বিজেপি-মে জানা থা।” নীতীশ কুমার যে ‘নীতিভ্রষ্ট’, সে কথাও নিজের প্রচারে উল্লেখ করেছেন লালু পুত্র। তাঁর সাফ কথা, “নীতীশ কুমার গান্ধীর আদর্শ হে রাম থেকে জয় শ্রীরামে পাল্টি খেয়েছেন।”

নীতীশের বক্তব্যকে হাতিয়ার করে মহিলা আবেগকেও নিজের অনুকুলে নিয়ে আসার চেষ্টা করেছেন আরজেডি-র ‘মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’। তেজস্বী বলেন, “নীতীশ কুমার আমার মায়ের ভাবাবেগকে আঘাত তো করেছেনই, সঙ্গে গোটা মহিলা সমাজেরও অপমান করেছেন। তিনি মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং দুর্নীতির মতো ইস্যুকে আঢ়াল করার চেষ্টা করছেন।”

 

বিহারে প্রথম দফার ভোট বুধবার। ৩ দফায় ভোট হয়ে নির্বাচন শেষ হবে ৭ নভেম্বর। ফল ঘোষণা ১০ তারিখ।

Next Article