বিহার: দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকে খুদে তারকারা। যারা মাঝেমধ্যেই নিজের ট্যালেন্টে উঠে আসে সংবাদ শিরোনামে। সেরকমই এক খুদে তারকা বিহারের পাঁচ বছরের এক খুদে। নাম রুদ্রানস। বিহারে গয়ার একটা ছোট্ট গ্রামে থাকে সে। রুদ্রানস এক ঝটকায় বলে ফেলতে পারে ১৯৫টি দেশের নাম।
শুধু তাই নয়, ছোট্ট খুদের সামনে একটি গ্লোব রাখলে, সে খুঁজে খুঁজে বার করে দেবে সেই দেশের নাম। শুধু দেশের নামই নয়, রাজধানী, সে দেশের পতাকার রঙ এমনকি, মুদ্রার নামও বলে দিতে পারছে সেই খুদে। রুদ্রানস তার গ্রামে পরিচিত ম্যাপ বয় বলেই।
গয়ার প্রারম্ভিক প্লে স্কুলের কেজি-র ছাত্র। এই বয়সেই সোলার সিস্টেম নিয়ে পড়াশোনা করছে সে। প্লুটোকে কেন প্ল্যানেট বলে না, সে কারণের বিশ্লেষণও রয়েছে রুদ্রানসের কাছে।
রুদ্রানসের মা শিল্পী গুপ্তা জানান, তাঁর ছেলের ছোট থেকেই সব কিছুতে জানার আগ্রহ প্রবল। স্কুল থেকে বাড়ি ফেরার পথে যা যা জিনিস দেখত, তা নিয়েই প্রশ্ন করত। ২ বছর বয়সেই শিখে গিয়েছিল গায়ত্রী মন্ত্রোচ্চারণ। রুদ্রানসের শিক্ষিকা ইয়াল্কা সিং বলেন, ‘ও আসলে গড গিফটেড চাইল্ড।’