Bihar: ১৯৫ টা দেশের নাম বলে দেবে গড়গড়িয়ে, জানে মুদ্রার নামও, পাঁচ বছরের রুদ্রানস আক্ষরিকই ‘গড গিফ্টেড চাইল্ড’

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 31, 2024 | 4:44 PM

Bihar: শুধু তাই নয়, ছোট্ট খুদের সামনে একটি গ্লোব রাখলে, সে খুঁজে খুঁজে বার করে দেবে সেই দেশের নাম। শুধু দেশের নামই নয়, রাজধানী, সে দেশের পতাকার রঙ এমনকি, মুদ্রার নামও বলে দিতে পারছে সেই খুদে। রুদ্রানস তার গ্রামে পরিচিত ম্যাপ বয় বলেই।

Bihar: ১৯৫ টা দেশের নাম বলে দেবে গড়গড়িয়ে, জানে মুদ্রার নামও, পাঁচ বছরের রুদ্রানস আক্ষরিকই গড গিফ্টেড চাইল্ড
রুদ্রানস
Image Credit source: TV9 Bangla

Follow Us

বিহার: দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকে খুদে তারকারা। যারা মাঝেমধ্যেই নিজের ট্যালেন্টে উঠে আসে সংবাদ শিরোনামে। সেরকমই এক খুদে তারকা বিহারের পাঁচ বছরের এক খুদে। নাম রুদ্রানস। বিহারে গয়ার একটা ছোট্ট গ্রামে থাকে সে। রুদ্রানস এক ঝটকায় বলে ফেলতে পারে ১৯৫টি দেশের নাম।

শুধু তাই নয়, ছোট্ট খুদের সামনে একটি গ্লোব রাখলে, সে খুঁজে খুঁজে বার করে দেবে সেই দেশের নাম। শুধু দেশের নামই নয়, রাজধানী, সে দেশের পতাকার রঙ এমনকি, মুদ্রার নামও বলে দিতে পারছে সেই খুদে। রুদ্রানস তার গ্রামে পরিচিত ম্যাপ বয় বলেই।

গয়ার প্রারম্ভিক প্লে স্কুলের কেজি-র ছাত্র। এই বয়সেই সোলার সিস্টেম নিয়ে পড়াশোনা করছে সে। প্লুটোকে কেন প্ল্যানেট বলে না, সে কারণের বিশ্লেষণও রয়েছে রুদ্রানসের কাছে।

রুদ্রানসের মা শিল্পী গুপ্তা জানান, তাঁর ছেলের ছোট থেকেই সব কিছুতে জানার আগ্রহ প্রবল। স্কুল থেকে বাড়ি ফেরার পথে যা যা জিনিস দেখত, তা নিয়েই প্রশ্ন করত। ২ বছর বয়সেই শিখে গিয়েছিল গায়ত্রী মন্ত্রোচ্চারণ। রুদ্রানসের শিক্ষিকা ইয়াল্কা সিং বলেন, ‘ও আসলে গড গিফটেড চাইল্ড।’

Next Article