পটনা: কথায় আছে, বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয় সিনেমা। কিন্তু উল্টোটা শুনেছেন কখনও? অর্থাৎ পর্দার ঘটনাকে বাস্তবে পরিণত হতে দেখেছেন? অক্ষয় কুমার-ববি দেওলের ‘আজনবি’ সিনেমার কথা মনে আছে? বন্ধুর স্ত্রীর প্রতি আকর্ষিত হয়ে স্ত্রী বদলের প্রস্তাব দিয়েছিলেন অক্ষয়! এবার সেই রিলের গল্পই রিয়েল হয়ে উঠল। সন্তানদের ফেলে স্ত্রী অপর এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়েছে, রাগে-দুঃখে প্রতিশোধ (Revenge) নিতে তাই ওই পলাতক ব্যক্তির স্ত্রীকেই বিয়ে করলেন যুবক। আজব এই ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) খাগারিয়া জেলায়।
জানা গিয়েছে, যে মহিলা পালিয়ে গিয়েছেন, তাঁর নাম রুবি দেবী। ২০০৯ সালে নীরজ নামক এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। তাদের চারটি সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের কিছু বছর পরই নীরজ জানতে পারেন, মুকেশ নামক এক ব্যক্তির সঙ্গে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। বহুবার ওই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে বললেও, কিছুতেই স্ত্রীর মন বদল করতে পারেননি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে স্বামী-সন্তানদের ত্যাগ করে প্রেমিক মুকেশের সঙ্গে পালিয়ে যান রুবি এবং তারা বিয়েও করেন। স্ত্রীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হন নীরজ এবং মুকেশের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে অপহরণ করার অভিযোগ করেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, বিষয়টি পঞ্চায়েতে জানানো হয়েছিল এবং তার সালিশিও করা হয়। কিন্তু মুকেশ সেই নির্দেশ মানেনি এবং তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়।