পটনা: রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই ১১ হাজারেরও বেশি আমন্ত্রণ পত্র পাঠানো হয়ে গিয়েছে। রাম মন্দির ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, সেই সময়ই চাঞ্চল্যকর দাবি করলেন লালু প্রসাদ যাদবের পুত্র তথা বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদব (Tej Pratap Yadav)। তাঁর দাবি, শ্রী রাম (Lord Shree Ram) তাঁর স্বপ্নে এসেছিলেন এবং বলেছেন, তিনি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন আসবেন না।
আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন অন্যান্য নেতা-মন্ত্রীরাও। এছাড়াও সাধু-সন্ন্যাসী থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরাও আমন্ত্রণ পেয়েছেন। এর মাঝখানেই বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদব বলেন, “নির্বাচন শেষ হয়ে গেলে রামকেও ভুলে যাবে…এরকম কি কোনও বাধ্যতামূলক নিয়ম আছে যে শ্রীরাম ২২ জানুয়ারিই আসবেন? উনি আমার স্বপ্নে এসেছিলেন। বলেছেন, ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধনের দিন রাম আসবেন না। উনি বলেছেন, এটা হিপোক্রেসি। শুধু আমার নয়, চারজন শঙ্করাচার্যের স্বপ্নেও এসেছিলেন শ্রীরাম। তাদেরও বলেছেন যে ২২ জানুয়ারি তিনি আসবেন না।”
এর কিছুদিন আগেই তেজ প্রতাপ নিজেই সকলকে ধর্মীয় মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, “মানবতাই সবথেকে বড় ধর্ম হওয়া উচিত।”
যদিও দাদা তেজ প্রতাপের এই মন্তব্য নিয়ে তেজস্বী যাদব কোনও প্রতিক্রিয়া দেননি। বিজেপিরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।