পটনা: সরকারের কোনও রকম বিরোধিতা বরদাস্ত করা হবে না। রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করলে প্রশাসন আন্দোলনকারীদের চিহ্নিত করে তৈরি করবে ‘ক্যারেকটার ভেরিফিকেশন রিপোর্ট’। আর তারপর, সেই সমস্ত চিহ্নিত ‘রাষ্ট্রদ্রোহীদের’ বেছে বেছে ‘ব্ল্যাকলিস্ট’ করবে রাজ্য। যার ফলে আন্দোলনকারীরা আগামিতে আর কখনওই সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। সরকারি চাকরি করার ক্ষেত্রে প্রাথমিক যোগ্যতা তাদের থেকে কেড়ে নেওয়া হবে।
বিহারে এই নির্দেশিকা জারি করেছে নীতীশ কুমারের (Nitish Kumar) নেতৃত্বাধীন এনডিএ সরকার (NDA Government)।
সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সরাসরি হুঁশিয়ারি, হিংসাত্মক আন্দোলন প্রদর্শনে নেওয়া হবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা। ডিজিপি এসকে সিংহল সংবাদসংস্থাকে জানিয়েছেন, “অবরোধ, প্রতিবাদ, বিক্ষোভে সামিল হওয়ার মতো রাষ্ট্র বিরোধী কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের ক্যারেকটার ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করা হবে। এই সমস্ত প্রতিবাদীদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। তাঁরা কোনও ভাবেই সরকারি চাকরি বা সরকারি টেন্ডারের জন্য আবেদন করতে পারবেন না।”
সরকারের এই ‘অগণতান্ত্রিক’ পদক্ষেপকে কটাক্ষ করে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) বলেন, “৪০ আসন পাওয়া মুখ্যমন্ত্রীর এত ভয় কীসের?” আরও একধাপ এগিয়ে লালু পুত্রের টুইট, “মুসোলিনি, হিটলারকেও চ্যালেঞ্জ জানাচ্ছেন নীতীশ কুমার। যদি কেউ সরকারের নীতির বিরোধিতা করে প্রতিবাদ করে, তাহলে সে কোনও সরকারি চাকরি পাবে না। অর্থাৎ সরকার চাকরি তে দেবেই না আবার প্রতিবাদেও বাধা দেবে।”
আরও পড়ুন: অভিনেতা দীপ সিধুর খোঁজ দিলে মিলবে ১ লাখ টাকা, ঘোষণা দিল্লি পুলিশের