অভিনেতা দীপ সিধুর খোঁজ দিলে মিলবে ১ লাখ টাকা, ঘোষণা দিল্লি পুলিশের
প্রজাতন্ত্র দিবসে বিশৃঙ্খলার ঘটনায় এখনও অবধি মোট ৪৪টি মামলা দায়ের করা হয়েছে এবং ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে। দীপ সিধু ছাড়াও বেশ কয়েকজন কৃষক নেতার নামও রয়েছে অভিযোগপত্রে।
নয়া দিল্লি: প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল ঘিরে রাজধানীতে যে অশান্তির সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। ঘটনায় জড়িত পঞ্জাবি অভিনেতা দীপ সিধু (Deep Sidhu) সহ আরও তিনজনের বিষয়ে তথ্য দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়া হবে, এবার সেই ঘোষণা করল দিল্লি পুলিশ।
প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা (Red Fort)-এ ধর্মীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ ওঠে পঞ্জাবি অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে। ঘটনার পরদিনই ওই অভিনেতা সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দিল্লির বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়।
গতকাল দিল্লি পুলিশের তরফে ঘোষণা করা হয়, দীপ সিধু সহ আরও তিন ব্যক্তির গ্রেফতারিতে সাহায্য করবে, এমন কোনও তথ্য জানালে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি জগবীর সিং, বুটা সিং, সুখদেব সিং ও ইকবাল সিংয়ের বিষয়ে তথ্য জানাতে পারলে, সেক্ষেত্রে ৫০ হাজার টাকা দেওয়া হবে পুরস্কার স্বরূপ।
আরও পড়ুন: মোবাইলের ব্যবহার ‘অধিকার লঙ্ঘন’, রাজ্যসভার সদস্যদের সতর্কবার্তা বেঙ্কাইয়ার
প্রজাতন্ত্র দিবসে আন্দোলনকারী কৃষকদের ট্রাক্টর মিছিল (Tractor Rally) নিয়ে দীর্ঘ টালবাহানার পর অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ। কৃষকদের প্রস্তাবিত আউটার রিং রোডের বদলে অন্য রাস্তাও ঠিক করে দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে।
২৬ জানুয়ারির প্যারেড শেষ হওয়ার পর মিছিল শুরু হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ের আগেই শুরু করে আন্দোলনকারী কৃষকরা। প্রথমে শান্তিপূর্ণভাবে মিছিল এগোলেও মাঝপথে কিছু কৃষক পুলিশের ব্যারিকেড ভেঙে আউটার রিং রোডে ঢুকে পড়ে। এরপর একদল কৃষক লালকেল্লায় চড়াও হয় ও সেখানে ভাঙচুর চালিয়ে কেল্লার চূড়োয় নিশান সাহিবের পতাকা উত্তোলন করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের ব্যবহার করে। ক্ষণিকেই রণক্ষেত্রের রূপ নেয় দিল্লির আইটিও অঞ্চল। বিশৃঙ্খলার ঘটনায় এখনও অবধি মোট ৪৪টি মামলা দায়ের করা হয়েছে এবং ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে। দীপ সিধু ছাড়াও বেশ কয়েকজন কৃষক নেতার নামও রয়েছে অভিযোগপত্রে।
এদিকে কৃষকদের অভিযোগ, দীপ সিধু তাঁদের আন্দোলনের অংশ ছিলেন না। প্রজাতন্ত্র দিবসের দিন তাঁরা শান্তিপূর্ণভাবেই মিছিল করছিলেন। কারোর প্ররোচনাতেই অশান্তির সৃষ্টি হয়।
আরও পড়ুন: কৃষক আন্দোলন নিয়ে উদ্বিগ্ন রিহানা, আন্দোলনকারীদের ‘জঙ্গি’ আখ্যা কঙ্গনার