AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোথায় আইন-শৃঙ্খলা? চলন্ত অ্যাম্বুল্যান্সেই গণধর্ষণের অভিযোগ যুবতীকে

Physical Assault: বৌদ্ধগয়ায় বিহার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে হোম গার্ড নিয়োগের পরীক্ষা চলছিল। বছর ছাব্বিশের ওই যুবতীও পরীক্ষা দিতে এসেছিলেন। ফিজিক্যাল টেস্ট চলাকালীনই ওই যুবতী অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান হয়ে যান।

কোথায় আইন-শৃঙ্খলা? চলন্ত অ্যাম্বুল্যান্সেই গণধর্ষণের অভিযোগ যুবতীকে
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Jul 26, 2025 | 3:11 PM
Share

পটনা: ভয়ঙ্কর! হোম গার্ডের পরীক্ষা দিতে গিয়ে ধর্ষিতা এক যুবতী। চলন্ত অ্যাম্বুল্যান্সেই গণধর্ষণ করা হয়েছে যুবতীকে, এমনটাই অভিযোগ। ঘটনাটি ঘটেছে বিহারে।

জানা গিয়েছে, গত ২৪ জুলাই বিহারের বৌদ্ধগয়ায় বিহার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে হোম গার্ড নিয়োগের পরীক্ষা চলছিল। বছর ছাব্বিশের ওই যুবতীও পরীক্ষা দিতে এসেছিলেন। ফিজিক্যাল টেস্ট চলাকালীনই ওই যুবতী অসুস্থ হয়ে পড়েন। অজ্ঞান হয়ে যান। তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

যুবতীর অভিযোগ, তাঁকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চলন্ত অ্যাম্বুল্যান্সেই তাঁকে ধর্ষণ করা হয়। সংজ্ঞাহীন অবস্থায় একাধিক ব্যক্তি তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন। কমপক্ষে ৩-৪ জন ধর্ষণ করেছেন। তাঁর বয়ানের ভিত্তিতে বৌদ্ধগয়া পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে।

ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। ফরেন্সিক টিমও পাঠানো হয়েছে। ইতিমধ্যেই অ্যাম্বুল্যান্স চালক বিনয় কুমার ও টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেফতার করা হয়েছে। অ্যাম্বুল্যান্সের রুটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।