নয়া দিল্লি: এবার জি-২০ সামিটের (G-20 Summit) আয়োজক দেশ হল ভারত। তাই সামিটের প্রস্তুতিপর্ব অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি এবার জি-২০ সম্মেলনে উঠে আসছে ডিজিটাল পাবলিক পরিকাঠামোর (Digital Public Infrastructure) বিষয়টিও। আগামী ১ মার্চ এই বিষয়ে সম্মেলন বসছে রাজধানীতে। আর এই সম্মেলনের সম্মানীয় অতিথি হিসাবে আমন্ত্রিত বিল গেটস (Bill Gates)।
কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, আগামী ১ মার্চ নয়া দিল্লির সুষমা স্বরাজ ভবনে জি-২০ সম্মেলনের ডিজিটাল পাবলিক পরিকাঠামো বিষয়ক বৈঠকটি আয়োজিত হবে। এই বৈঠকের নাম দেওয়া হয়েছে, ‘দ্য প্রমিস অব ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’। এই বৈঠকের মুখ্য অতিথি ও স্পিকার রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সম্মানীয় অতিথি হিসাবে আমন্ত্রিত করা হয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটসকে। এছাড়া আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, MobiKwik-এর চেয়ারপার্সন মিস. উপাসনা টাকু, ZestMoney-র সিইও মিস. লিজ্জি চাপমান, ওপেন ফিনানসিয়াল টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা মিস. মাবেল চাককো।
প্রসঙ্গত, ডিজিটালি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে তৎপর নরেন্দ্র মোদীর সরকার। তাই স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক ক্ষেত্র সহ অন্যান্য বিষয়ের পাশাপাশি ডিজিটাল পাবলিক পরিকাঠামোর উপরেও বিশেষ নজর দিয়েছে কেন্দ্র। তাই জি-২০ শেরপা অমিতাভ কান্ত এবং উদ্যোক্তা নন্দন নীলেকানি আর্থিক, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য, কর, ডিজিটালি বাণিজ্য ও গতিশীলতা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ডিজিটাল পরিকাঠামোর বিস্তারিত রূপরেখা করেছেন। সেটা নিয়েই এবার অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে আসন্ন জি-২০ বৈঠকে।