Bimal Gurung: মদন তামাং হত্যা মামলায় ‘সুপ্রিম’ ধাক্কা বিমল গুরুংয়ের

Jyotirmoy Karmokar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 02, 2025 | 1:18 PM

Bimal Gurung: গোর্খা লিগ সভাপতি মদন তামাংয়ের খুনের মামলায় তদন্ত করছে সিবিআই।  এর আগে বিমল গুরুংকে সিবিআই-র মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টর বিচারপতি শুভেন্দু সামন্ত।

Bimal Gurung: মদন তামাং হত্যা মামলায় সুপ্রিম ধাক্কা বিমল গুরুংয়ের
সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন বিমল গুরুং
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুংয়ের আবেদনে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ বুধবার স্পষ্ট জানিয়ে দেয়, “আপনি তো এখন জামিনেই আছেন। আগে ট্রায়াল কোর্টের মামলা শেষ হোক।” সেক্ষেত্রে মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুংকে অন্তর্ভুক্ত করার কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল থাকল।

প্রসঙ্গত,  গোর্খা লিগ সভাপতি মদন তামাংয়ের খুনের মামলায় তদন্ত করছে সিবিআই।  এর আগে বিমল গুরুংকে সিবিআই-র মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টর বিচারপতি শুভেন্দু সামন্ত। হাইকোর্টের নির্দেশ ছিল, বিমল গুরুংয়ের বিরুদ্ধেও চার্জ গঠনের আইনি প্রক্রিয়া শুরু করতে হবে।

হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন বিমল গুরুং। বুধবার সেই মামলারই শুনানি ছিল। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপি পিবি ভারালেন বেঞ্চ জানায়, শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করবে না। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আপনি তো জামিনেই মুক্ত রয়েছেন। তাহলে চার্জ গঠন নিয়ে সমস্যা কোথায়?

প্রসঙ্গত, ২০১০ সালের মে মাসে দার্জিলিঙে সভা করতে গিয়ে সকালে রাস্তার ওপরে কুপিয়ে খুন করা হয় মদন তামাংকে। এই খুনে অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে নিকল তামাংকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নিকল পিনটেল ভিলেজে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান। সিবিআই-এর হাতে যায় মামলা। সিবিআই-এর  চার্জশিটে বিমল গুরুং, রোশন গিরি, আশা গুরুং, বিনয় তামাংয়ের মতো পাহাড়ের ৪৮ জন নেতার নাম ছিল।