চেন্নাই: মা-বাবাকে না জানিয়ে স্কুলের সিনিয়রের জন্মদিনের পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত জীবনে এমন অন্ধকার নামিয়ে আনবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি দশম শ্রেণির ছাত্রী। তামিলনাড়ুর গ্রামীণ জেলা কুড্ডালোরে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরী রাজ্য সরকারি স্কুলে দশম শ্রেণির ছাত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্র আয়োজিত জন্মদিনের পার্টিতে গিয়ে ওই কিশোরীকে ৩ জন মিলে ধর্ষণ করেছে। জানা গিয়েছে, বাবা-মায়ের অনুমতি ছাড়াই সে ওই পার্টিতে গিয়েছিল। জন্মদিন উদযাপনের ভিডিয়ো মোবাইলে রেকর্ড করে রাখার পর তাঁর বাবা-মাকে ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করার কথা জানিয়েছিল অভিযুক্তরা। নির্যাতনের মুহূর্ত মোবাইলে ভিডিয়ো করে রাখা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিয়োর কথা জানার পর ওই কিশোরী তাঁর অভিযুক্তদের কাছে কাকুতি-মিনতি করে সেটি মুছে দেওয়ার কথা বললেও নানা বাহানায় তাঁকে একজনের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল।
সেই বাড়িতে নিয়ে গিয়েই তাঁকে গণধর্ষণ করে ওই তিন কিশোর। কিশোরীর মুখ বন্ধ করে রাখার জন্য তাঁর ধর্ষণের ভিডিয়ো মোবাইলবন্দি করে রেখেছিল অভিযুক্ত কিশোররা। নির্যাতনের ভিডিয়ো স্কুলের এক প্রাক্তন ছাত্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। কুড্ডালোরের এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, “নিজের মেয়েকে অবসাদে ভুগতে দেখে তাঁর মা-বাবা জানতে চায় যে ঠিক কী ঘটেছিল। সেই সময় কিশোরী জানায় যে তাঁকে কীভাবে নির্যাতন করা হয়েছিল। এরপরই বৃহস্পতিবার কিশোরীর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেছিল।”
এই ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ৩ জন কিশোরই অপ্রাপ্তবয়স্ক। কুড্ডালোরের পুলিশ সুপার শক্তি গণেশন জানিয়েছেন, “তাঁরা অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে তাদের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।