জয়পুর: শুক্রবার সকালেই রাজ্যে নারী নির্যাতন নিয়ে সরব হয়েছিলেন রাজস্থানের গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী রাজেন্দ্র সিং গুড়া। আওয়াজ তুলেছিলেন রাজস্থান বিধানসভায়। অস্বস্তি বেড়েছিল কংগ্রেস (Congress) সরকারের। সুযোগ বুঝে হাত শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিজেপি (BJP)। রাজ্যজোড়া বিতর্কের মধ্যেই এবার রাজেন্দ্র সিং গুড়াকে পদ থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেলট। এবার তা নিয়ে কটাক্ষ করল পদ্ম শিবির। টুইটারে উড়ে এল কটাক্ষবাণ।
ওই টুইটেই খোঁচা দেওয়া হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। বিজেপির টুইটার হ্যান্ডল থেকে লেখা হয়েছে, ‘এই হচ্ছে কংগ্রেসোচিত নারী ক্ষমতায়ন। সত্য কথা বলার জন্য রাজস্থান সরকারের একজন মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে। সৎ গ্রাহকদের জন্য ভালবাসার দোকানে কোনও জায়গা নেই মনে হয়। এই দোকানে শুধুই দুর্নীতিবাজ ও মিথ্যাবাদীদের স্বাগত জানানো হয়।’
প্রসঙ্গত, গত বছর ভারত জোড়া যাত্রায় দেশের নানা প্রান্তে ঘুরে ছিলেন রাহুল। একাধিক রাজ্যে গিয়ে সুর চড়িয়ে ছিলেন বিজেপির বিরুদ্ধে। ওই কর্মসূচিতেই বিজেপিকে খোঁচা দিয়ে রাহুল বলেছিলেন, “ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলতে এসেছে কংগ্রেস।” এবার তা নিয়েই পাল্টা খোঁচা দিল বিজেপি। এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।
Women empowerment, Congress style, with a dash of Indira Gandhi inspired democratic temperament!
A Minister in Rajasthan Govt is removed for speaking the truth. Mohabbat Ki Dukan offers no space for honest customers it seems. Only the corrupt and liars are welcome in this Dukan!
— BJP (@BJP4India) July 21, 2023
প্রসঙ্গত, চলতি বছরের শেষেই বিধানসভা ভোট রয়েছে মরু রাজ্যে। তার আগে একাধিক হিংসাত্মক ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে কংগ্রেস সরকারের ভূমিকা। এরইমধ্যে রাজেন্দ্র সিং গুড়ার অপসারণ নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চাপানউতর। সূত্রের খবর, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার জন্য রাতেই রাজ্যপাল কলরাজ মিশ্রের কাছে সুপারিশ পত্র পাঠিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। সুপারিশ মেনে রাতেই ওই মন্ত্রীকে বরখাস্ত করেন রাজ্যপাল।